ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিমান ও সৌদিয়া বিপাকে পড়তে পারে ৩ হাজার হজযাত্রী পরিবহনে

প্রকাশিত: ০৬:০৮, ২২ আগস্ট ২০১৭

বিমান ও সৌদিয়া বিপাকে পড়তে পারে ৩ হাজার হজযাত্রী পরিবহনে

আজাদ সুলায়মান ॥ শেষের দিকে হাজার তিনেক হজযাত্রী পরিবহন নিয়ে বিপাকে পড়তে পারে বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারলাইন্স। সর্বশেষ সোমবার রাত পর্যন্ত এ দুটো এয়ারলাইন্সের যে ক্যাপাসিটি রয়েছে তাতে কিছুতেই সব হজযাত্রী পরিবহন করা সম্ভব হবে না। এমন সঙ্কট এড়াতে বিমান সোমবার থার্ড ক্যারিয়ারের সহযোগিতা নেয়ার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে থার্ড ক্যারিয়ারের প্রাথমিক আলোচনাও হয়েছে। এখন চলছে টিকেটের দরদাম নিয়ে আলোচনা। এদিকে সোমবার রাত পর্যন্ত বিমান ও সৌদিয়া মিলে মোট ৯৩ হাজার হজযাত্রী বহন করেছে। বাদবাকি ৩৪ হাজার যাত্রী বহন করতে হবে আগামী সাত দিনের মধ্যে। এর মধ্যে বিমানের যাত্রী ১৬ হাজার ও সৌদিয়ার ১৮ হাজার। হজের শেষ ফ্লাইট পর্যন্ত এ দুটো এয়ারলাইন্সের জন্য দুরুহ বিষয় বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে দুটো এয়ারলাইন্সের পক্ষে কিছুতেই ৩১ হাজার হজযাত্রীর বেশি বহন করা সম্ভব নয় বলে জানিয়েছে হজ অফিস। এ হিসেবে শেষের দিকে হাজারতিনেক যাত্রী নিয়ে বিমান ও সৌদিযাকে বিপাকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন বাস্তবতা থেকেই বিমান থার্ড ক্যারিয়ারের সঙ্গে প্রাথমিক আলোচনাও করেছে। এ বিষয়ে বিমানের এক কর্মকর্তা জানান, বিমান সব বিকল্প হাতে নিয়েই কাজ করছে। বিমানের নিজস্ব কোটার ১৬ হাজার হজযাত্রী বহন করার জন্য সব ধরনের কৌশল কাজে লাগানোর চেষ্টা করছে। এর মধ্যে অতিরিক্ত ৪টি শ্লট বাড়িয়ে ২৮ আগস্ট পর্যন্ত শেষ ফ্লাইট চালানোর উদ্যোগ নিয়েছে। যদিও এ বিষয়ে সৌদি আরব থেকে এখনও কোন ধরনের সাড়া মিলছে না। যদি এতে সৌদি আরবের কোন অনুমতি না মেলেই সেক্ষেত্রে কিভাবে বাকি হজযাত্রী বহন করা সম্ভব হবে সে লক্ষ্যেই থার্ড ক্যাারিয়ারের সঙ্গে বৈঠক করেছে। এ সম্পর্কে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিমান ও সৌদিয়া সব হজযাত্রী বহন করার সর্বাত্মক চেষ্টা চালাবে শেষ মুহুর্ত পর্যন্ত। যদি তাতেও কিছু হজযাাত্রী বহন করা সম্ভব না হয় সে্েক্ষত্রে থার্ড ক্যারিয়ারকে স্ট্যান্ডবাই হিসেবে রাখার উদ্যোগ নেয়া হয়েছে। বিমানও চেষ্টা করছে আরও দুটো দিন বাড়িয়ে ২৮ আগস্ট শেষ ফ্লাইট অপারেট করার। সৌদি থেকে যদি এ অনুমোদন পাওয়া যায় তাহলে আর কোন ঝামেলা থাকবে না। পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় সোমবার পর্যন্ত মোট ৯৩ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারী ব্যবস্থাপনার ৩ হাজার ৩৭০ এবং বেসরকারী ব্যবস্থাপনায় ৯০ হাজার ৯৬১ রয়েছেন।
×