ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পারফর্মেন্স আর্ট ‘ফেরিওয়ালা’য় সুজন মাহবুব

প্রকাশিত: ০৬:০৫, ২২ আগস্ট ২০১৭

পারফর্মেন্স আর্ট ‘ফেরিওয়ালা’য় সুজন মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ শোকের মাস আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশের ধারাবাহিকতায় সংস্কৃতি কর্মীদের শিল্পযাত্রার অংশ হিসেবে গত ১৮ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে প্রদর্শিত হয় শিল্পী সুজন মাহাবুবের পারফর্মেন্স আর্ট ‘ফেরিওয়ালা’। মঞ্চ ঘিরে ছড়িয়া থাকা পথ চলতি দর্শকদের উদ্দেশ্যে বাঁশি বাজিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করে সুজন মাহাবুব তাদের হাতে তুলে দেয় লিফলেট যেখানে লেখা থাকে বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত পরিচিতি। বিদেশের স্বীকৃতি লাভ, কোটি মানুষের পুনর্বাসন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, গ্রামে গ্রামে রিলিফ প্রেরণ প্রভৃতি মোট ২৯টি কার্যক্রম সংবলিত লিফলেট নিয়ে দ্বিতীয় ধাপে নন্দন মঞ্চের মাঝখানে দাঁড় করিয়ে রাখা ক্যানভাসে সংযোজনের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলে এক সবুজ প্রান্তরের মাঝে রক্তিম সূর্য যেখানে বৃহৎ অর্থে ফুটে ওঠে বঙ্গবন্ধুর মায়াভরা মুখ। আবহে বেজে চলে নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকীর সুরে আর কবি নির্মলেন্দু গুণের কাব্যে মুখরিত মুজিব মানে মুক্তির কথা। রংয়ের বিক্ষিপ্ত নিক্ষেপে ক্যানভাস এক সময় কাল রঙের আঁধারে ঢেকে যায় আর আবহে বেজে চলে গোলাবারুদ বিস্ফোরণের তা-ব। রক্তাক্ত, ক্ষত-বিক্ষত বাংলাদেশে নেমে আসা অন্ধকারের হাত ছানি। কিন্তু সে সাময়িক। সময়ের অবসানে রঙের বর্ণিল ছোঁয়ায় ক্যানভাস হয়ে ওঠে সপ্তবর্ণের সোনার বাংলা। বঙ্গবন্ধুর কর্ম-আদর্শ আর স্বপ্নের বুনন নিয়েই যেহেতু দর্শকদের কাছে যাওয়া এবং নিজের সৃজন প্রক্রিয়া গড়ে তোলা আর সে কারণে শিল্পী সুজন মাহাবুবের পারফর্মেন্স আর্টের নামকরণ ‘ফেরিওয়ালা’।
×