ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চশমার সাহায্যে চলবে ফেসবুক

প্রকাশিত: ০৫:৫১, ২২ আগস্ট ২০১৭

চশমার সাহায্যে চলবে ফেসবুক

ফেসবুক চালাতে এখন আর মোবাইল বা কম্পিউটারের দরকার পড়বে না। আপনার চোখের সামনেই আপনি দেখতে পাবেন ফেসবুক। খোলাসা করে বলি, এবার চোখের চশমার সাহায্যে ফেসবুক ব্যবহার করা যাবে। কল্পবিজ্ঞান নয়, সত্যই এমন প্রযুক্তি তৈরিতে কাজ শুরু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ইংরেজীতে এই প্রযুক্তির নাম ‘অগমেন্টেডে রিয়েলিটি’ সংক্ষপে ‘এআর’। এই প্রযুক্তির ওপর ভিত্তি করেই ফেসবুক কর্তৃপক্ষ তৈরি করছে ‘এআর চশমা’। ফলে ফেসবুক চালানোর জন্য আর আলাদা ডিভাইসের দরকার নেই। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ এই চশমার একটি পেটেন্ট প্রকাশ করেছে। এতে লেখা, কম্পিউটারের বিভিন্ন উপাদানের সাহায্যে আগমেন্টেড দৃশ্য তৈরি হয়। তবে এবার কম্পিউটারের বদলে এটি তৈরি হবে চশমার গ্লাসে। এই চশমা ব্যবহারকারীরা কম্পিউটারের মতো চশমায়ও ফেসবুক চালাতে পারবেন। তবে এই চশমা ঠিক কবে নাগাদ বাজারে আসবেÑএ বিষয়ে কোন ধারণা পাওয়া যায়নি। -ম্যাশেবল অবলম্বনে।
×