ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

প্রকাশিত: ০৫:৪৫, ২২ আগস্ট ২০১৭

ঢাবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন

ঢাবিতে আয়োজিত হলো আন্তঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের ২য় আসর। বর্তমান তরুণ সমাজের নেতৃত্বের ধারাকে আরও সুদৃঢ়, গতিশীল ও কার্যকরী করার উদ্দেশ্যে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাটেড নেশন্স এ্যাসোসিয়েশন (ডিইউমুনা) ২য় বারের মতো আয়োজন করলো আন্তঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৭। ২ দিনব্যাপী এ সম্মেলনটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন প্রাঙ্গণে। মূলত, জাতিসংঘের ৪টি কমিটির (ইউএনডিপি, ইউএনইপি, ইউনিসেফ, ডাইসেক) সমন্বয়ে মানব সম্পদ উন্নয়ন, প্যারিস জলবায়ু চুক্তির বাস্তব রূপকল্প, দক্ষিণ এশিয়ার ধর্মীয় নিরাপত্তা ও সাইনো ইন্ডিয়ান বর্ডার সমস্যা প্রভৃতি বিষয় নিয়ে অধিবেশনগুলো পরিচালিত হয়। অধিবেশন চলাকালীন সময়ে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। এ সেশনগুলো পরিচালনা করেন ডিইউমুনার কার্যনির্বাহী কমিটির সদস্যসহ অন্যান্য বিশেষজ্ঞগণ। অধিবেশনটির সূচনায় কমিটির পরিচালকগণ ছায়া জাতিসংঘ সম্পর্কে ধারণা দেয়ার জন্য একটি সংক্ষিপ্ত কর্মশালার আয়োজন করেন। দুপুরের বিরতির পর মূল সেশনগুলো শুরু“হয়। সম্মেলনের ২য় দিনে, কমিটির সদস্যরা গত ২ দিনের বিচার, বিশ্লেষণ, তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে সবার মতামতের আলোকে একটি চূড়ান্ত নীতিমালা প্রণয়ন করেন। যেটি বৈশ্বিক বিভিন্ন বিষয়সমূহ জাতীয় পর্যায়ে তরুণ নেতৃত্বের প্রয়োজনীয়তাকে বিশেষভাবে তুলে ধরেছে। এরপর এ সম্মেলনের সমাপনী ও সংগঠনের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মাননীয় উপাচার্য ,ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রধান উপদেষ্টা, ডিইউমুনা, বিশেষ অতিথি ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও মডারেটর, ডিইউমুনা এবং সেক্রেটারি জেনারেল মোস্তফা আমির ফয়সলসহ সকল কমিটি সদস্যবৃন্দ। সম্মেলনের এ পর্বে মাননীয় উপাচার্য তার বক্তব্য রাখেন, এরপর তিনি এ সম্মেলনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন এবং পরবর্তীতে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পর্বটি শেষ হয়। মূলত, তরুণ নেতৃত্ব ও জাতি গঠনে তাদের বলিষ্ঠ ভূমিকাকে তুলে ধরাই এ সম্মেলনের মূল উপজীব্য বিষয়। ডিপ্রজন্ম ডেস্ক
×