ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমিধস রোধে সেমিনার

প্রকাশিত: ০৫:৩৬, ২২ আগস্ট ২০১৭

ভূমিধস রোধে সেমিনার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২১ আগস্ট ॥ সম্প্রতি তিন পার্বত্য জেলায় ভূমিধসে বহু প্রাণহানি ও রাস্তাঘাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। পার্বত্য অঞ্চলের এ ভূমিধসের কারণ ও প্রতিকার বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২২ আগস্ট ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, সংসদ সদস্য উষাতন তালুকদার ও বেগম ফিরোজা বেমন চিনু এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্টের উদ্যোগে হতদরিদ্রদের জন্য সোমবার দিনভর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের ছানি অপারেশনের আয়োজন করা হয়। জেলার গৌরনদী পৌর এলাকার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে ‘আই ক্যাম্প’র উদ্বোধন করেন ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘরের নির্বাহী পরিচালক এমআর মাহবুব। দিনব্যাপী পাঁচ শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়। এর মধ্যে বাছাই করা ১৫০ রোগীকে ফাউন্ডেশনের অর্থায়নে চোখের ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।
×