ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দুদকের মামলায় শিক্ষা অফিসার গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩২, ২২ আগস্ট ২০১৭

দুদকের মামলায় শিক্ষা অফিসার গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এমএ কাশেমকে গ্রেফতার করা হয়েছে। ২০১৫ সালের নবেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় দূনীতি দমন কমিশনের মামলায় সোমবার বিকেল ৪টায় তাকে গ্রেফতার করা হয়। দুদক রাজশাহী সমন্বিত জেলার উপপরিচালক শেখ ফায়াজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ২০১৫ সালের নবেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও বৃত্তির ফল জালিয়াতির ঘটনায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেমকে সাময়িক বরখাস্তও করা হয়েছিল। বৃত্তির ফল জালিয়াতির অভিযোগে ‘সুশিক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠনের ব্যানারে অভিভাবকরা রাজশাহীতে আন্দোলন করেন। পরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলাম অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেন। পাবনায় গ্রেফতার ৫ নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ আগস্ট ॥ সুজানগরের দুই স্কুলছাত্রীকে গণধর্ষণের পর ইন্টারনেটে ভিডিও প্রকাশ করার ঘটনায় ৫ ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে এই ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠছেন তার সহপাঠিরা। প্রতিবাদে সোমবার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়। গ্রেফতারকৃতরা হলো চরভবনীপুর মাস্টারপাড়ার হযরত আলী, আল আমিন, মিঠুন, পাংকু ও সোহেল রানা। লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২১ আগস্ট ॥ আমেরিকা প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় তিন আমেরিকা প্রবাসীর স্ত্রী সুমি, জেসমিন ও ফজিলাতুনেচ্ছার হাত-পা বেঁধে এবং মারধর করে ঘরে থাকা ৪০ ভরি স্বর্ণ গহনা, টাকাসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় । সোমবার ভোরে সদর উপজেলার নুরুল্যাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা সকালে ক্ষতিগ্রস্তদের চিৎকার শুনে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়
×