ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভাঙ্গন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩০, ২২ আগস্ট ২০১৭

ভাঙ্গন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নদী ভাঙ্গন ও বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি ক্ষতিগ্রস্তদের হতাশ ও শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হতাশার কিছু নেই। মনে সাহস রাখতে হবে। সরকার মানুষের জন্য কাজ করছে। মানুষের সঙ্গে আছে। তিনি বলেন, সরকার মানুষের দুঃখ দুর্দশা ও কষ্টের কথা অনুভব করছে। তাই সরকারীভাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও মানুষের পাশে দাঁড়িয়েছেন। সোমবার সকালে চারঘাট ও বিকেলে বাঘার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাটের ইউসুফপুর, টাঙ্গন, সাহাপুর ও রাওথা এলাকায় পদ্মা নদীতে স্পিডবোর্ডযোগে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। পরে টাঙ্গন সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউসুফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল হালিম সালেহী, বিজিবি ১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসিব বুলবুল, পাউবোর উপ-সহকারী প্রকৌশলী শমসের আলী মন্টু, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ও চারঘাট মডেল থানার ওসি নিবারন চন্দ্র বর্মন।
×