ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জড়িতদের দ্রুত বিচার দাবি

প্রকাশিত: ০৫:২৯, ২২ আগস্ট ২০১৭

জড়িতদের দ্রুত বিচার দাবি

জনকণ্ঠ ডেস্ক ॥ একুশে আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার ঢাকার বাইরে আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচী পালন করে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- চট্টগ্রাম ২১ আগস্টের ভয়াল সেই গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ এবং হামলাকারীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন ও সমাবেশ। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এসব কর্মসূচী থেকে বক্তারা বলেন, ওই গ্রেনেড হামলা ছিল জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা। কিন্তু দলের নেতাকর্মীরা জীবন দিয়ে তাকে রক্ষা করেছেন। ভয়াবহ সেই গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ নিহতদের স্মরণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনগুলো নানা কর্মসূচী পালন করে। এর মধ্যে রয়েছে সমাবেশ ও মানববন্ধন। এছাড়া নিহতদের স্মরণে দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফের উদ্যোগে নগরীর আগ্রাবাদ এলাকায় বিকেলে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এ কর্মসূচী থেকে গ্রেনেড হামলাকারীদের ফাঁসি এবং স্বাধীনতাবিরোধীদের মূলোৎপাটনের দাবি জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গসংগঠনসমূহ ও ‘স্বাধীনতা নারী শক্তি’ নামের একটি মহিলা সংগঠনের নেতৃবৃন্দ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ উপদেষ্টাম-লীর সদস্য শেখ মাহমুদ ইসহাক, শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, লবণ শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, স্বাধীনতা নারী শক্তি সংগঠনের নেত্রী গোলতাজ বেগম শান্তা প্রমুখ। এছাড়া আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগেও দিবসটি যথাযোগ্য কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। গাজীপুর গাজীপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হতাহতদের স্মরণে জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুর আদালতের পিপি এ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন খান দেলু, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম খান, কৃষক লীগের জেলা সভাপতি আতিকুর রহমান দর্জি, এ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, এ্যাডভোকেট শামসুল আলম প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের মোশারফ হোসেন ভুঁইয়া প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টার দিকে শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে কালীবাড়ি মোড় প্রাঙ্গণে এক সমাবেশ করে। গাইবান্ধা সোমবার সকালে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখা এই আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সভায় জেলা যুবলীগ সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটনের সভাপতিত্বে বক্তব্য দেন- শহর আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সাধারণ সম্পাদক আলহাজ এমারুল ইসলাম সাবিন, সদর থানা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। শেরপুর ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বিএনপি- জামায়াতের জঙ্গী সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নাছরিন রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত ও সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম। নীলফামারী ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসের এক নারকীয় সন্ত্রাসী হামলা ও নজিরবিহীন এক হত্যাযজ্ঞের ১৩তম বার্ষিকীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা শহরের শহীদ মিনার চত্বর হতে নীলফামারী পৌর আওয়ামী লীগের আয়োজনে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে সারা দেশের মতো এই কর্মসূচী পালনে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ করে। পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ। বরিশাল ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী ও পরিকল্পনাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে দশটায় বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগে সমন্বয়কারী আবু সালেহ লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ জেলা আওয়ামী লীগ সদস্য মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা প্যানেল চেয়ারম্যান মলিনা রানী রায় প্রমুখ। নারায়ণগঞ্জ একুশে আগস্ট গ্রেনেড হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় সোমবার দুপুরে আইনজীবী ভবনের সামনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান দিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ সাবেক সহ-সভাপতি এম মাসুদুল রব, সামসুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আল মুজাহিদ পলু, সাবেক সাধারণ সম্পাদক হাছান ফেরদৌছ জুয়েল, সাবেক যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন, নুরুল হুদা, উমর ফারুক, রুবেল মোল্লা, জালাল উদ্দীন আহমেদ, আলী আহম্মদ ভূঁইয়া, নুরজাহান প্রমুখ। কৃমিল্লা গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ব্যানারে নগরীর নজরুল এভিনিউ এলাকায় অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেনÑ প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আফজল খান এ্যাডভোকেট, সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, মহানগর আওয়ামী লীগ নেতা পাপন পাল, মনিরুল ইসলাম ভূঁইয়া, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তাপস বক্শী, যুবলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, রাতুল, গোলাম মোস্তফা শরীফ প্রমুখ। কিশোরগঞ্জ করিমগঞ্জে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিক্যাল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী-পেশার লোকজন অংশ নেয়। এ সময় বক্তৃতা করেনÑ জেলা সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূঁইয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু তাহের, আওয়ামী লীগ নেতা আল আমিন লিটন, জামিল আনসারী, ডাঃ প্রবীর চক্রবর্তী, দীপক ভা-ারী, জামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর ইমদাদ রোসি প্রমুখ।
×