ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির ফাঁসি

প্রকাশিত: ০৫:২৮, ২২ আগস্ট ২০১৭

মাদারীপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় আসামির ফাঁসি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও কালকিনি, ২১ আগস্ট ॥ নবম শ্রেণীর স্কুলছাত্রী নিতু মন্ডলকে হত্যা মামলার একমাত্র আসামি মিলন ম-লকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ আদেশ দেন। উল্লেখ্য, গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কালকিনি উপজেলার ডাসার থানার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নিতু মন্ডলকে ছুরিকাঘাতে হত্যা করে প্রাইভেট শিক্ষক মিলন ম-ল। এই ঘটনায় নিতুর বাবা নির্মল ম-ল বাদী হয়ে মিলনকে একমাত্র আসামি করে ডাসার থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিত হাওলাদার চলতি বছর ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছোট ভাইয়ের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার খুলনা থেকে জানান, বড় ভাইকে হত্যা করার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ছোট ভাই ইব্রাহিম শেখকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদ-, ১০ হাজার টাকা জরিমানা অনদায়ে আরও ৬ মাসের কারাদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত একমাত্র আসামি দৌলতপুর থানাধীন গাইকুড় এলাকার আলী আমজাদ শেখের ছেলে। উল্লেখ্য, ২০১০ সালের ২২ জুলাই সকালে ঘরের বারান্দার মেঝেতে বড় ভাই মোক্তার হোসেন ঘুমাচ্ছিলেন। সে সময় মাদকাসক্ত ছোট ভাই ইব্রাহিম বঁটি দিয়ে উপর্যুপরি কুপিয়ে বড় ভাইকে জখম করে। এতে তার মৃত্যু হয়।
×