ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক দিয়ে ভারি যান চলাচল শুরু

প্রকাশিত: ০৫:২৬, ২২ আগস্ট ২০১৭

রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক দিয়ে ভারি যান চলাচল  শুরু

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২১ আগস্ট ॥ প্রাকৃতিক মহাদুর্যোগের ৬৯ দিন পর রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক ভারি যান চলাচলের জন্য সোমবার বেলা ১১টায় খুলে দেয়া হয়েছে। সড়ক বিভাগ ধসে পড়া রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় ১৫০ ফুট দীর্ঘ একটি বেইলি ব্রিজ করে। এখন থেকে এ ব্রিজের ওপর দিয়ে আগের মতো সব ধরনের ভারি যান বাহন চলাচল করা ক্ষেত্রে আর কোন বাধা নেই। রাঙ্গামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদ হোসেন জানায়। তারা প্রায় দীর্ঘ ২ মাস ধরে লাগাতার কাজ করার পর এ সড়কটি সব ধরনের যান চলাচলে জন্য খুলে দিতে সক্ষম হয়েছে। রাঙ্গামাটিতে স্মরণকালের মহাপ্রাকৃতিক দুর্যোগে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় ১৫০ ফুট সড়ক ভারি বর্ষণে একবারে ধসে পড়ে। ফলে রাঙ্গামাটি শহরের সঙ্গে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে যায়। ৯ দিনের মাথায় সড়ক বিভাগ ও সেনাবাহিনী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে পাহাড় কেটে নতুন সড়ক করে হালকা যান চলাচলের জন্য সড়ক খুলে দেয়া হয়েছিল। উল্লেখ্য, গত ১৩ জুন রাঙ্গামাটিতে অত্যন্ত ভারি বর্ষণের কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় স্মরণকালের বৃহত্তম পাহাড় ধস হয়। অস্ত্রসহ তিনজলদস্যু আটক স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার উত্তর বেদকাশী এলাকা থেকে তিনটি অস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ তিন জলদস্যুকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে কয়রার উত্তর বেদকাশী এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন এলাকার জলদস্যু মোস্তাফিজ ওরফে মোস্তাফা সানা, সোলাইমান ও মাসুম বিল্লাহকে আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ২টি বিদেশী বন্দুক, ১টি দেশীয় পাইপগান ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত তিনজন পূর্বে আত্মসমর্পণকারী মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।
×