ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপাহারে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়

প্রকাশিত: ০৫:২৪, ২২ আগস্ট ২০১৭

সাপাহারে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২১ আগস্ট ॥ আসন্ন ঈদ-উল-আযহাকে সামনে রেখে সকল নিয়মনীতি উপেক্ষা করে সাপাহারে পশুর হাটে ইজারাদারদের দৌরাত্ম্য বেড়েছে। অস্বাভাবিক হারে পশুর ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকেই অতিরিক্ত হারে টোল আদায় চললেও যেন দেখার কেউ নেই। শনিবার হাটে প্রতিটি গরুর জন্য ৪০০ টাকা করে টোল আদায় করা হয়েছে। যা সরকারী নির্ধারিত টোলের প্রায় দি¦গুণ। এছাড়া শতকরা ১০ টাকা হিসেবে প্রতিটি ছাগলের জন্য সর্বোচ্চ ১২শ’ টাকা পর্যন্ত টোল আদায় করতে দেখা গেছে। যত মূল্যেরই গরু হোক না কেন, প্রতিটি গরুর জন্য ৪০০ টাকা টোল নেয়া হলেও ১০ কিংবা ১২ হাজার টাকা মূল্যের ছাগলের জন্য টোল নেয়া হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা। এছাড়া সরকারী নিয়মানুযায়ী, পশুর হাটে সরকার নির্ধারিত টোল আদায়ের তালিকা টাঙ্গানো থাকার কথা থাকলেও ইজারা প্রাপ্তির ৬ মাসেও পশুর হাটে সে রকম কোন নির্দেশিকা টাঙ্গানো হয়নি। প্রতি হাটে গরু, ছাগল ক্রয় করে খাজনা বা টোলের টাকা দিতে গিয়ে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নাভিশ্বাস উঠছে। পততলা উপজেলার মধইল গ্রামের আবুল কাশেম, বুনি গ্রামের হাসান, উপজেলার শিমুল ডাঙ্গার ছালামসহ একাধিক ক্রেতারা সাংবাদিকদের জানান, পশুর হাটে দীর্ঘদিন ধরে অতিরিক্ত টোল আদায় করা হলেও বিষয়টি কেউ খতিয়ে দেখছে না। ক্রেতা-বিক্রেতার কাছ থেকে যত টাকা টোল আদায় করা হয়, তার কোন প্রমাণ না রাখার জন্য রসিদ বইয়ে সে টাকার পরিমাণও উল্লেখ করা হয় না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কথা হলে তিনি অতিরিক্ত টোল আদায়ের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দাখিল করেননি। অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
×