ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিরগিজস্তানে গেল আরচারি দল

প্রকাশিত: ০৫:২২, ২২ আগস্ট ২০১৭

কিরগিজস্তানে গেল আরচারি দল

স্পোর্টস রিপোর্টার ॥ ২১-২৫ আগস্ট পর্যন্ত কিরগিজস্তানের সুপারা চুনকারচকে অনুষ্ঠিত হবে ‘ইন্টারন্যাশনাল আরচারি টুর্নামেন্ট’। এতে অংশ নিতে পাঁচ সদস্যবিশিষ্ট বাংলাদেশ আরচারি দল রবিবার কিরগিজস্তানর উদ্দেশে রওনা হয়ে ওই দিনই পৌঁছে। বাংলাদেশ দলে আছেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল (ওয়ার্ল্ড আরচারি এশিয়া কর্তৃক মনোনীত অফিসিয়াল ডেলিগেট), কামরুল ইসলাম (টিম ম্যানেজার), জিয়াউল হক (কোচ), রুমান সানা (আরচ্যার-রিকার্ভ-পুরুষ), বিউটি রায় (আরচ্যার-রিকার্ভ-মহিলা) মিনি স্কুল হ্যান্ডবল শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রাণ কনফেকশনারির পৃষ্ঠপোষকতায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ‘র্হুরে মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)’ শুরু হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে আসরের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন আদিল খান (হেড অব ইভেন্ট, প্রাণ আরএফএল গ্রুপ)। আরও উপস্থিত থাকবেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারহানা হক এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক লাজুল করিম কস্তরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল।
×