ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার শুভসূচনা

প্রকাশিত: ০৫:২০, ২২ আগস্ট ২০১৭

রিয়াল মাদ্রিদ, বার্সিলোনার শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমে (২০১৭-১৮) শুভসূচনা করেছে দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনা। রবিবার রাতে ঘরের মাঠ ন্যুক্যাম্পে বার্সা ২-০ গোলে হারিয়েছে রিয়াল বেটিসকে। এই ম্যাচে দুর্ভাগ্যের হ্যাটট্রিক করেছেন কাতালান তারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের তিনটি শট প্রতিহত হয় প্রতিপক্ষের পোস্টে। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলতে না পারলেও বিন্দুমাত্র সমস্যা হয়নি রিয়ালের। এ্যাওয়ে ম্যাচে গ্যালাক্টিকোরা সহজেই ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ডিপোর্টিভো লা করুনাকে। এই ম্যাচে লজ্জার রেকর্ড গড়েছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। ম্যাচের শেষ মুহূর্তে দুই হলুদ কার্ড দেখে লালকার্ড পান স্প্যানিশ ডিফেন্ডার। এটি রিয়ালের হয়ে রামোসের ১৮ নম্বর লালকার্ড। যা লা লিগার ইতিহাসে সর্বাধিক লালকার্ডের রেকর্ড। পুরো ম্যাচেই রামোস বেশ কয়েকটি বিতর্কে জড়িয়ে পড়েন। ৫৩ মিনিটে প্রথমবার ডিপোর্টিভোর ডিফেন্ডার ফাবিয়ান শারের মুখে হাত দিয়ে ধাক্কা দেয়ার অপরাধে তিনি হলুদ কার্ড পান। এরপর স্টপেজ টাইমে বারজা ভালেকে ফাউলের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ত্যাগ করেন। ৩১ বছর বয়সী রামোস লালকার্ড প্রাপ্তির ক্ষেত্রে এখন বার্সিলোনা ও সেভিয়া সাবেক ডিফেন্ডার পারবলো আলফারো ও রিয়াল জারাগোজার কিংবদন্তি জাভি অগাডোর ১৮ লাল কার্ডকে স্পর্শ করেছেন। ম্যাচের আগে বেল সম্পর্কে আত্মবিশ্বাসী মন্তব্য করেছিলেন কোচ জিনেদিন জিদান। তিনি বলেছিলেন বেলের সামনে দারুণ একটি বছর অপেক্ষা করছে। ওয়েলসের এই তারকা কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। ২০ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। টানা তিন মৌসুমে লীগের প্রথম ম্যাচেই মাদ্রিদের পক্ষে প্রথম গোল করার কৃতিত্ব দেখিয়েছেন ওয়েলস তারকা। বার্সিলোনার বিপক্ষে সুপার কাপের দ্বিতীয় লেগে চারটি পরিবর্তনের মধ্যে বেলের সঙ্গে থাকা অপর তারকা কাসেমিরো মার্সেলোর সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন ২৭ মিনিটে। বিরতির পর ৬২ মিনিটে রিয়ালের তিন নম্বর গোলটি করেন টনি ক্রুস। এই জয়ে মাদ্রিদ ডিপোরের বিপক্ষে শেষ ১৪ লীগ ম্যাচের ১৩টিতেই জয় লাভ করল। ২০০৮ সালের পর প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার লা লিগা শিরোপার লক্ষ্যে তারা মাঠে নেমেছে। প্রতিপক্ষের জালে বল জড়িয়ে হ্যাটট্রিক প্রায়ই করেন মেসি। কিন্তু গোল মিসের হ্যাটট্রিক? সেটাও আবার দুর্ভাগ্যবশত গোলপোস্টে বল লেগে? নিশ্চিতভাবেই এমন দুর্ভাগ্যের শিকার খুব কমই হয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। তিন-তিনবার মেসির শট ফিরে এসেছে গোলপোস্টে লেগে। তবে মেসি দুর্ভাগ্যের শিকার হলেও রিয়াল বেটিসের বিপক্ষে বার্সিলোনাকে অবশ্য হতাশ হতে হয়নি। জয় দিয়ে লা লিগার নতুন মৌসুমের শুরুটা ভালভাবেই করেছে কাতালানরা। ভাগ্যদেবী মেসিকে সহায়তা না করলেও সহজ জয় পেয়েছে বার্সা। ম্যাচের দুটি গোলই এসেছে প্রথমার্ধে। ৩৬ মিনিটে বার্সিলোনার প্রথম গোলটি অবশ্য এসেছে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে। নিজেদের জালেই বল জড়িয়ে দেন রিয়াল বেটিসের ডিফেন্ডার এ্যালিন টোসকা। ৩৯ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেছেন সার্জি রবার্টো। দ্বিতীয়ার্ধে আর কোন গোল পায়নি কাতালানরা। ম্যাচটির আগে বার্সিলোনায় সন্ত্রাসী হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন বার্সার খেলোয়াড়েরা। ম্যাচ শেষে বার্সা কোচ ভালভার্ডে বলেন, দলের পারফর্মেন্সে আমি খুশি।
×