ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইপিএলে জয়ে ফিরল চেলসি

প্রকাশিত: ০৫:২০, ২২ আগস্ট ২০১৭

ইপিএলে জয়ে ফিরল চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বড় একটা ধাক্কা খায় তারা। গত সপ্তাহে বার্নলির কাছে ৩-২ গোলে হেরে যায় এ্যান্তনিও কন্তের দল। তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছে ব্লুজরা। মার্কোস আলোনসোর দুই গোলের সৌজন্যে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি এদিন ২-১ ব্যবধানে পরাজিত করে শক্তিশালী টটেনহ্যাম হটস্পারকে। ম্যাচটা ছিল ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে। দুই দলের আগমনে পুরো স্টেডিয়াম তাদের স্বাগত জানাতে নতুন রূপে সেজেছিল। ওয়েম্বলিতে নিজেদের প্রথম ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দল। অবশেষে ২৩ মিনিটেই এসে যায় সেই মুহূর্ত। ডেভিড লুইজকে ফাউল করে বসেন ডেলে আলি। এর ফলেই ফ্রি কিক পায় ব্লুজরা। ফাউল করার অপরাধে প্রাপ্ত ফ্রি কিক থেকে ২০ মিটার দূরের দুর্দান্ত শটে গোল করেন মার্কো আলোনসো। তার গোলেই উচ্ছ্বাসের জোয়ারে ভাসে চেলসির সমর্থকরা। স্পার্শদের জন্য আরও দুঃসংবাদ বয়ে নিয়ে আসে হ্যারি কেনের শট পোস্টে লেগে ফেরতে আসলে। এছাড়া ক্রিস্টিয়ান এরিনসেনও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অবশেষে ৮২ মিনিটে গোলের দেখা পায় স্পার্শরা। তাও আবার আত্মঘাতী। দুই মিনিট আগে বদলি হিসেবে মাঠে নেমেই এরিকসেনের ফ্রি কিক থেকে হেডে আত্মঘাতী গোল করে বসেন চেলসির মিকি বাটশুয়াই। ম্যাচের উত্তেজনা তখন আরও বেড়ে যায়। টটেনহ্যামের একটি পেনাল্টির আবেদন নাকচ করে দেন রেফারি। অন্যদিকে পাল্টা আক্রমণ থেকে ৮৮ মিনিটে পেদ্রোর সহায়তায় আলোনসো দ্বিতীয় গোল করেন। সেইসঙ্গে কষ্টের জয় নিয়েই মাঠ ছাড়ে এ্যান্তনিও কন্টের শিষ্যরা। স্প্যানিশ এই মিডফিল্ডারের শটটি বেশ ধীর গতির ছিল। কিন্তু টটেনহ্যাম হটস্পারের গোলরক্ষক হুগো লোরিস তা ধরতে ব্যর্থ হন। ম্যাচ শেষে দারুণ খুশি জোড়া গোল করে চেলসির জয়ের নায়ক আলোনসো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আমার মনে হয় না, এর চেয়ে ভাল ফ্রি কিক আমি কখনও করেছি, এমনকি অনুশীলনেও।’
×