ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফতুল্লার স্টেডিয়ামের দুর্গন্ধই শেষ পর্যন্ত কাল হয়েছে

প্রকাশিত: ০৫:১৮, ২২ আগস্ট ২০১৭

ফতুল্লার স্টেডিয়ামের দুর্গন্ধই শেষ পর্যন্ত কাল হয়েছে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে মূল লড়াইয়ের আগে একটি দু’দিনের প্রস্তুতি ম্যাচ (আজ ও আগামীকাল) খেলার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু ভেন্যু প্রস্তুত না হওয়ায় শেষ মুহূর্তে সেটি বাতিল করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটির জন্য পূর্বনির্ধারিত ভেন্যু ছিল নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। সম্প্রতি বৃষ্টির কারণে পানি জমে যাওয়ায় মাঠ খেলার অনুপযোগী থাকায় সেটি বাতিলের সিদ্ধান্ত নেয় অসিরা। সোমবার সকালে ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শনে যান অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথসহ গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের একটি দল। পুরো মাঠ ও স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। এরপরই আনুষ্ঠানিক ভাবে প্রস্তুতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘অস্ট্রেলিয়ানরা সকালে (সোমবার) ফতুল্লায় গিয়েছিলেন। গ্রাউন্ডসম্যানদের প্রচেষ্টার প্রশংসা করেন তারা। তবে দুঃখজনক হলেও সত্যি, মাঠটি পুরোপুরি প্রস্তুত করা যায়নি। কিছু অংশ ভেজা ছিল। তাই তারা খেলতে রাজি হয়নি। সাধারণভাবে মনে হয়েছিল খেলা শুরুর আগে পানি অপসারণ করা যাবে। কিন্তু গ্রীষ্মে ব্যতিক্রম বৃষ্টি হয়েছে। মাঠের বাইরে অনেক পানি জমে ছিল এবং ভেতরেও আটকে থাকা পানি সমস্যা তৈরি করে।’ প্রস্তুতি ম্যাচের জন্য বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে তুলে ধরেছিল বিসিবি। কিন্তু দূরত্বের জন্য সেখানে খেলবে না সফরকারীরা, তা আগেই জানিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় মূল সিরিজের জন্য এখন নিজেদের প্রস্তুত করবে অস্ট্রেলিয়া। আগামী ২৭ আগস্ট থেকে ঢাকার মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। টানা বৃষ্টিতে ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে বিকেএসপি এবং ঢাকার বেসরকারী ইউনিভার্সিটি ইউল্যাবের মাঠ খেলার প্রস্তাব দেয় বিসিবি। দুটি ভেন্যুই ঘুরে দেখে সফরকারী ম্যানেজমেন্ট। এ নিয়ে নাটকীয়তার কমতি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত বাতিলের মধ্য দিয়ে সব জল্পনার অবসান হলো। সোমবার সকাল পৌনে আটটা বাজতেই ফতুল্লা যান অসি অধিনায়ক স্মিথ, কোচ ড্যারেন লেহম্যান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারলদের প্রতিনিধি দল। এ সময় ফতুল্লার কিউরেটর বেলাল উপস্থিত ছিলেন। তারা বেলালের কাছ থেকে মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা নেন এবং উইকেট পরিদর্শন করেন। তাৎক্ষণিকভাবে সেখানে কিছু না জানালেও ফতুল্লার কিউরেটরকে ধন্যবাদ দেন ক্যারল। আর বলেন, ‘শেষ চার-পাঁচদিনে আমি কয়েকবার আসলাম, তোমরা অনেক পরিশ্রম করেছ। আমরা ঘণ্টা খানিকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেব।’ তারপরই আসে সিএ’র আনুষ্ঠানিক বাতিলের ওই ঘোষণা। ইউল্যাবের মাঠে সুযোগ-সুবিধা না থাকায় আর বিকেএসপির মাঠ ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ায় সেখানে প্রস্তুতি ম্যাচ না খেলার বিষয়টি আগেই নাকোচ হয়ে যায়। কিন্তু বৃষ্টিতে ডুবে যাওয়ার পর মাঠের অবস্থা ভাল করে ফতুল্লায় অস্ট্রেলিয়াকে প্রস্তুতি ম্যাচ খেলাতে চাইছিল বিসিবি। শুরু থেকেই এই মাঠটি ছিল তাদের পছন্দের। কিন্তু টানা বর্ষণে তাদের সে আশার গুড়ে বালি। মাঠের অবস্থা মোটামুটি ভাল হলেও চারপাশে পচা পানি জমে থাকায় এলাকাজুড়ে দুর্গন্ধে ভরা। এতে সেখানে প্রস্তুতি ম্যাচ খেলা সম্ভব নয় বলে জানিয়ে দেয় সফরকারীরা। ফলে শেরে বাংলায় প্রথম টেস্ট শুরুর আগ পর্যন্ত মিরপুরের একাডেমির মাঠে অনুশীল করবেন স্মিথরা। উদ্ভুত পরিস্থিতিতে একাডেমি মাঠের সেন্টার উইকেটে অনুশীলন করটাকেই শ্রেয় মনে করছে অসিরা।’ ফতুল্লার স্টেডিয়ামের দুর্গন্ধই শেষ পর্যন্ত কাল হয়েছে। প্রশ্ন হলো, বিসিবি এতদিন সময় পেয়েও কেন ওই দুর্গন্ধ দূর করতে পারল না? আর কেনই বা এমন লজ্জার, বিব্রতকর আর বিরল দৃষ্টান্ত স্থাপন করতে হলো? এর জন্য দায়ী কে? এদেশে একটা পুরনো স্বভাব সবার আগে সামনে চলে আসে। এই যেমন দেশের বড় বড় শহরে জলাবদ্ধতার জন্য কর্তারা একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে পর্দার আড়ালে চলে যেতে চেয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বিসিবি দায় চাপাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ঘাড়ে। এনএসসির সঙ্গে বেশ কয়েকবার সভা করেও নাকি দুর্গন্ধ দূর করা যায়নি। বিসিবির গ্রাউন্ডস কমিটির বক্তব্য, ‘মাঠের মালিকানা আমাদের হাতে দিলে আমরা এর সমাধান করতে পারতাম।’ কিন্তু শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় এ লজ্জা গোটা দেশেরই।
×