ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাবা ক্রিসই ব্রডের অনুপ্রেরণা

প্রকাশিত: ০৫:১৮, ২২ আগস্ট ২০১৭

বাবা ক্রিসই ব্রডের অনুপ্রেরণা

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়ান বোথামকে ছাড়িয়ে ইংল্যান্ড টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক এখন স্টুয়ার্ট ব্রড। এজবাস্টনে উইন্ডিজের বিপক্ষে ডে নাইট টেস্টে এই রেকর্ড গড়েন তিনি। নিজ দেশে তার চেয়ে বেশি উইকেট কেবল সতীর্থ জেমস এ্যান্ডারসনের। গ্রেট বোথামকে ছাড়িয়ে গর্বিত ব্রড, ‘বোথাম ইংলিশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। তার ইমেজকে কখনোই ছাড়িয়ে যাওয়া সম্ভব নয়। তবে ভাল লাগছে যে তার শিকার সংখ্যা অতিক্রম করতে পেরেছি। এজন্য প্রথমেই আমি আমার বাবাকে ধন্যবাদ দিতে চাই। তার ইচ্ছাতেই আমি এতদূর আসতে পেরেছি। বাবাই আমার সব প্রেরণার উৎস।’ সংবাদ মাধ্যমকে বলেন তারকা পেসার। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট (৩৮৩টি) শিকারের রেকর্ডটি অনেক দিন ধরেই ছিল বোথামের দখলে। দুই বছর আগে সেই জায়গা নেন এ্যান্ডারসন (এখন ৪৯২ উইকেট) কাছে। আর এজবাস্টনে বোথামকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন ব্রড (৩৮৪টি)। স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড মূলত ব্যাটসম্যান ছিলেন। ৫৯ বছর বয়সী সাবেক ইংল্যান্ড ক্রিকেটার ১৯৮৪-৮৯ পর্যন্ত দেশের হয়ে ৩৫ টেস্ট ও ৩৪ ওয়ানডে খেলেছেন। ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকে বাবা ক্রিসের কাছ থেকে ক্যাপ পেয়েছিলেন স্টুয়ার্ট ব্রড। ‘সৌভাগ্যবশত আমি বাবার কাছ থেকেই টেস্ট ক্যাপ পেয়েছিলাম। তিনি ছিলেন আমার স্বপ্নপুরুষ যিনি খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সময় কাটিয়েছেন। জীবনে ভাল ও খারাপ সময় দুটি থেকেই শিক্ষা নেয়ার মন্ত্রটা তিনিই শিখিয়েছেন।’ বোথামকে ছাড়িয়ে যেতে এজবাস্টনে দিবারাত্রির টেস্টে ব্রডের প্রয়োজন ছিল ৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শনিবার শেষ হওয়া সিরিজের প্রথম এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ঠিক ৫ উইকেটই নিয়েছেন ৩১ বছর বয়সী পেসার। বোথাম ১০২ টেস্টে তার ৩৮৩ উইকেটের সর্বশেষটি নিয়েছিলেন ২৫ বছর আগে। শন ডরিচখ ফিরিয়ে বিফিকে (বোথামের ডাক নাম) ছাড়িয়ে যান ব্রড। ১০৭ টেস্টে ব্রডের শিকার এখন ৩৮৪ উইকেট। কাকতালীয়ভাবে দুজনের স্ট্রাইক রেটই সমান, ৫৬.৯। ব্রডের কীর্তির সময় বোথাম এজবাস্টনের প্রেসবক্সেই উপস্থিত ছিলেন। হাততালি দিয়ে উত্তরসূরিকে অভিনন্দনও জানিয়েছেন। ‘এ্যান্ডারসন-ব্রড দুজনই আধুনিক ইংল্যান্ডের সফল পেসার। ওদের বোলিং আমি খুব উপভোগ করি। ব্রডের বয়স ৩১, আমার বিশ্বাস ও আরও অনেক দূর যেতে পারবে। ইনজুরিমুক্ত থেকে খেলতে পারলে কে জানে হয়ত শিকার সংখ্যা ৫শ’ হয়ে যাবে। ব্রডকে অভিনন্দন।’ অনুভূতি বোথামের। ২০১৫ সালে এ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজের তখনকার অধিনায়ক দিনেশ রামদিনকে এ্যালিস্টার কুকের ক্যাচ বানিয়ে রেকর্ডটা নিজের করে নেন জেসম এ্যান্ডারসন। এজবাস্টনে ৫ উইকেট নিয়ে ১২৭ টেস্টে এ্যান্ডারসনের উইকেট-সংখ্যা এখন ৪৯২। টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার ও তৃতীয় পেসার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে এ্যান্ডারসনের চাই আর ৮ উইকেট। ইংল্যান্ডের বর্তমান পেস আক্রমণের সেরা দুই অস্ত্র এ্যান্ডারসন ও ব্রড। এই দুজনই এখন টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটের তালিকার শীর্ষ দুটি স্থানে। সর্বশেষ ইংল্যান্ডের সর্বোচ্চ দুই উইকেটশিকারি একসঙ্গে খেলেছিলেন সেই ১৯৬৩ সালে, ফ্রেড ট্রুম্যান ও ব্রায়ান স্ট্যাথাম। তখন ট্রুম্যান ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। আর স্ট্যাথাম দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক। তাদের ৫৪ বছর পর এ্যান্ডারসন ও ব্রড।
×