ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাপাসিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৫:১৫, ২২ আগস্ট ২০১৭

কাপাসিয়ায় পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলার কাপাসিয়ায় গোসল করতে গিয়ে সোমবার সন্ধ্যায় একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলোÑ কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের হিজলিয়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের মেয়ে সাকিরিন (৪), সাকিরিনের চাচাত বোন মোতালিবের মেয়ে মোর্শেদা (৪) এবং তাদের ফুফাত বোন নরসিংদী জেলার মনোহরদী থানার নিশ্চিন্তপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে হাবিবা (১১)। হাবিবা নিশ্চিন্তপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। নিহতরা সবাই সম্পর্কে চাচাত, মামাত ও ফুফাত বোন। কাপাসিয়া থানার পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকেলে ওই তিন শিশু একসঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বৃষ্টির পানিতে গোসল করার জন্য পাশের একটি ডোবায় নেমে পানিতে তলিয়ে মারা যায়। এদিকে দীর্ঘ সময়েও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের লাশ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করে স্বজনরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাবিবা সপ্তাহ খানেক আগে কাপাসিয়ার হিজলিয়ায় মামা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে এসেছিল।
×