ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়া থেকে ২ লাখ টন গম কিনছে সরকার

প্রকাশিত: ০৪:৩৫, ২২ আগস্ট ২০১৭

রাশিয়া থেকে ২ লাখ টন গম কিনছে সরকার

রাশিয়া থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) ভিত্তিতে ২ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে নয় সদস্যবিশিষ্ট জি-টু-জিবিষয়ক ক্রয় কমিটির নেতৃত্ব দেন খাদ্য সচিব কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ। সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া। অক্টোবর মাসের মধ্যে ২ লাখ মেট্রিক টন গম সরবরাহ করবে দেশটি। -অর্থনৈতিক রিপোর্টার বন্যা দুর্গতদের পাশে এনবিআর দেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সব কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারী এ সংস্থাটি। রবিবার রাতে এ বিষয়ে এনবিআর’র দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন) ড. আবদুর রহিম স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, সারাদেশ বন্যা দুর্গতদের সহযোগিতার লক্ষ্যে এনবিআরের আওতাধীন সব কমিশনারেট, অধিদফতর, পরিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সকল কমিশনারেট, অধিদফতর, পরিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনেরর মূল বেতন দ্বিতীয় সচিব (বোর্ড প্রশাসন-১) বরাবর পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘দেশের বিভিন্ন এলাকায় বন্যায় মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ হিসেবে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। -অর্থনৈতিক রিপোর্টার
×