ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট

প্রকাশিত: ০৪:৩৪, ২২ আগস্ট ২০১৭

জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট

অর্থনৈতিক রিপোর্টার ॥ কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। তবে ভারতীয় গরু আসায় দাম নিয়ে হতাশ চাঁদপুরের ব্যবসায়ীরা। লাভে বিক্রি করতে পারায় কিছুটা সন্তোষ মাগুরায়। হাটের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। দোরগড়ায় ঈদ তাই খাটালগুলো এখন পরিপূর্ণ। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমতে শুরু করেছে স্থায়ী অস্থায়ী পশুর হাটগুলো। চাঁদপুর জেলায় এবার ১২৬টি স্থানে গরুর হাট বসেছে। তবে ভারতীয় গরু আমদানি বাড়ায় দাম নিয়ে হতাশ দেশী ব্যবসায়ীরা। তবে সব পশুরই দাম বেশির অভিযোগ ক্রেতাদের। সড়কের পাশে যাতে হাট না বসে সেদিকে নজর রাখার পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানালেন প্রশাসন। এদিকে মাগুরা জেলায় ছোট বড় মিলিয়ে ২০ থেকে ২৫টি পশুর হাট বসেছে। দেশী গরুর পাশাপাশি ভারতীয় গরু ও ছাগলও উঠেছে প্রচুর। কোরবানির চাহিদা পূরণ করার শতভাগ নিশ্চয়তা দিলেন জেলা প্রাণিসম্পদ বিভাগ। নতুন ৫০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোটের পর এবার নতুন ৫০ টাকার নোট বাজারে আনছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। রিজার্ভ ব্যাংক গত বছরেই ঘোষণা করেছিল তারা নতুন ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনবে। শীর্ষ ব্যাংক সূত্রে খবর, নতুন নোটে থাকবে রিজার্ভ ব্যাংকের গবর্নর উর্জিত পটেলের স্বাক্ষরও। নোটগুলো নতুন মহাত্মা গান্ধী সিরিজের আওতাভুক্ত হবে। নতুন নোটের বিশেষত্ব হবে হাম্পির রথ, যা নোটের পেছন দিকে থাকবে।
×