ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচক বেড়েছে

প্রকাশিত: ০৪:২৮, ২২ আগস্ট ২০১৭

পুঁজিবাজারে সূচক বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় সামান্য লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৭৫৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০ কোটি ২৫ লাখ টাকা কম। রবিবার এ বাজারে ৭৬৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ারদর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক এক পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৯৭ পয়েন্টে। আইডিএলসি ইনভেস্টমেন্টের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন। সূচকের বৃদ্ধির দিনে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন করেছে ব্যাংক খাতটি। সারাদিনে খাতটি মোট লেনদেনের ২০.৯০ শতাংশ দখল করেছে। এছাড়া খাতটির দরও বেড়েছে বেশি। দিনটিতে পূবালী ব্যাংকের ৫.৩০ শতাংশ দর বেড়েছে, ব্যাংক এশিয়ার দর বেড়েছে ৪.০ শতাংশ এবং এবি ব্যাংকের দর বেড়েছে ৩.৬০ শতাংশ। এর বিপরীতে মোট খাদ্য ও আনুষঙ্গিক খাতের দর হারিয়েছে ৩.৩ শতাংশ। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, কেয়া কসমেটিকস, লঙ্কা-বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, সিএ্যান্ডএ টেক্সটাইল, ইফাদ অটো, আইএফআইসি, ফু-ওয়াং ফুড, আইডিএলসি ও ফরচুন সুজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, মুন্নু সিরামিক, জেএমআই সিরিঞ্জ, ফ্যামিলি টেক্স, ফু-ওয়াং ফুড, স্ট্যান্ডার্ড সিরামিক, ফাইন ফুড, বিডি অটোকার, মুন্নু স্টাফলার ও সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- সন্ধানী ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, কেয়া কসমেটিকস, সানলাইফ ইন্স্যুরেন্স, খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, আইএসএন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও জেমিনি সী ফুড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ১৭০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বিবিএস কেবল, ব্যাংক এশিয়া, কেয়া কসমেটিকস, ফু-ওয়াং ফুড, ফ্যামিলি টেক্স, বেক্সিমকো, আরএসআরএম স্টিল, আইএফআইসি, লঙ্কা-বাংলা ফাইন্যান্স ও জাহিন স্পিনিং।
×