ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কেন আপনারা বিশেষ দলের ভোট ব্যাংক থাকার অপবাদ বয়ে বেড়াবেন ॥ এরশাদ

প্রকাশিত: ০৮:২৫, ২১ আগস্ট ২০১৭

কেন আপনারা বিশেষ দলের ভোট ব্যাংক থাকার অপবাদ বয়ে বেড়াবেন ॥ এরশাদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিগত ২৬ বছরে বিভিন্ন সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের লোকজন নির্যাতিত হচ্ছেন, তাদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে। মন্দির ভাঙ্গা হচ্ছে, পুরোহিতদের হত্যা করা হচ্ছে, ধর্ষিত হচ্ছে, মা-বোনেরা। আপনারা তো তার প্রতিকার পাচ্ছেন না। তিনি বলেন, নাসিরনগরের সাম্প্রতিক ঘটনায় সরকারী দলের যে মন্ত্রী এমপি জড়িত তাদের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা নেয়নি। তাছাড়া বর্তমান সরকারের আমলে সারাদেশেই হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যাপকভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন। আপনারাই সে কথা বিভিন্ন ফোরামে তুলে ধরছেন। এরপরও আপনারা কেন একটি বিশেষ দলের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত থাকার অপবাদ নিয়ে বেড়াবেন। রবিবার গুলশানের একটি কমিউনিটি সেন্টারে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে জাপার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সম্মানে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, আমার শাসনামলে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে আমাদের এখানে একটি পত্রিকার উস্কানিতে কিছু সংখ্যক মন্দিরে হামলা হয়েছিল। আমি ২৪ ঘন্টার মধ্যে পরিস্থিতি সামাল দিয়েছি। ওই পত্রিকা বন্ধ করে দিয়েছিলাম। সবকটি ক্ষতিগ্রস্ত মন্দির আমরা সংস্কার করে আগের অবস্থানে ফিরিয়ে দিয়েছিলাম। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ৩০টি সংরক্ষিত আসন রাখার দাবি জানিয়ে এরশাদ বলেন, বর্তমান সংসদে মহিলাদের জন্য ৫০ সংরক্ষিত আসন আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের হিন্দু বৌদ্ধ খ্রীষ্টানসহ অন্য সম্প্রদায়ের জন্য ৩০ আসন সংরক্ষিত রাখা হবে। এ জন্য জাতীয় পার্টি সংসদে প্রস্তাব দেবে। আশা করছি তা সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়ে আগামী সংসদ থেকে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ৩০ জন সংরক্ষিত আসনের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
×