ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালাফ হত্যা মামলা

আপীল বিভাগের রায় ঘোষণা ৩০ অক্টোবর

প্রকাশিত: ০৮:২৪, ২১ আগস্ট ২০১৭

আপীল বিভাগের রায় ঘোষণা ৩০ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ ঢাকাস্থ সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলার আপীল বিভাগের রায় ঘোষণা করা হবে আগামী ১০ অক্টোবর। এ মামলায় হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপীলের শুনানি শেষে রবিবার বিচারপতি মোঃ আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি শেষ করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট অন রেকর্ড খবির উদ্দিন ভূঁইয়া। পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হেলালউদ্দিন মোল্লা। এ মামলায় পাঁচ আসামির মধ্যে হাইকোর্টের রায়ে সাইফুল ইসলামের (নিম্ন আদালতে মৃত্যুদ-প্রাপ্ত) মৃত্যুদ- বহাল থাকে। এছাড়া অন্য তিন আসামিকে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদ- কমিয়ে তাদের যাবজ্জীবন কারাদ- দেয় হাইকোর্ট। এক আসামি খালাস পান। ২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানে নিজ বাসার কাছে গুলিবিদ্ধ হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী (৪৫)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে তার মৃত্যু হয়।
×