ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিয়া অরফানেজ মামলা

চতুর্থ দফা বিচারক বদলে খালেদার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট

প্রকাশিত: ০৮:১৫, ২১ আগস্ট ২০১৭

চতুর্থ দফা বিচারক বদলে খালেদার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় চতুর্থবারের মতো বিচারক বদলের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। মামলাটি যে আদালতে বিচারাধীন সেই আদালতেই বিচারকাজ বহাল রেখে কিছু পর্যবেক্ষণসহ খালেদার করা আবেদনের নিষ্পত্তি করে দিয়েছে আদালত। বিচারপতি মোঃ শওকত হোসেন ও বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এ আদেশ দেয়। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও জয়নাল আবেদীন। সঙ্গে ছিলেন মোঃ জাকির হোসেন ভূঁইয়া। দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। গতকাল আদালতের আদেশের পর খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, কিছু পর্যবেক্ষণসহ খালেদা জিয়ার আদালত পরিবর্তনের আবেদনটি হাইকোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। ফলে যে আদালতে মামলাটি বিচারাধীন সেই আদালতেই বিচারকাজ চলবে।
×