ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নভেরা দীপিতা স্মৃতি বৃত্তি পেলেন ঢাবির দুই শিক্ষার্থী

প্রকাশিত: ০৭:৫৭, ২১ আগস্ট ২০১৭

নভেরা দীপিতা স্মৃতি বৃত্তি পেলেন ঢাবির দুই শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৫ ও ২০১৬ সালের বিএসএস সম্মান পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে নভেরা দীপিতা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার এক অনুষ্ঠানে ভিসি ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র প্রদান করেন। বৃত্তিপ্রাপ্তরা হলেন মনিরা বেগম ও নওশীন জাহান ইতি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ নভেরা দীপিতার মাতা আদিলা বকুল, বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ, বিভাগের প্রভাষক আসাদুজ্জামান কাজল, রুবাইয়া জান্নাত, আমিনা রিংকি ও বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
×