ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০৭:৫৩, ২১ আগস্ট ২০১৭

উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২০ আগস্ট ॥ কালিহাতীর পৌলি নদীর ওপর রেল সেতুর এপ্রোচের মাটি প্রায় ২০ ফুট ধসে গেছে। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ সকল রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রবিবার ভোর পৌনে পাঁচটার দিকে স্থানীয় লোকজন লাল কাপড় দিয়ে নিশান টাঙিয়ে দেয়ায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় নীলসাগর ট্রেনটি। দুপুর আড়াইটার দিকে রেলমন্ত্রী মজিবুল হক। ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, সোমবার সকালের মধ্যে বঙ্গবন্ধু সেতুতে রেল চলাচল স্বাভাবিক হবে। এজন্য যত সরঞ্জাম লাগবে তা আনা হয়েছে। লাগলে আরও সরঞ্জাম আনা হবে। রেলওয়ে বিভাগের সকল দক্ষ কর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছেন। বন্যার পানির প্রবল চাপে পৌলি রেল সেতুর এপ্রোস সড়কের মাটি সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নিদের্শনা রয়েছে ঈদে ঘরমুখী মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারে। এজন্য এ পথে দ্রুতই রেল চলাচল স্বাভাবিক করা হবে। নদীর মধ্যে যদি কেউ ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে তবে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন রেল সচিব মোফাজ্জল হোসেন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাজাহান সিরাজ, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, এলেঙ্গা পৌরসভার মেয়র শাফি খানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রেল কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। ঢাকা ও পাকশী থেকে প্রকৌশলী দল এসেছে। পুরোদমে বালির বস্তা ও মাটি ফেলে এপ্রোচ তৈরি করা হচ্ছে।
×