ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উদারতাকে দুর্বলতা মনে করবেন না ॥ মতিয়া

প্রকাশিত: ০৭:৩৪, ২১ আগস্ট ২০১৭

উদারতাকে দুর্বলতা মনে করবেন না ॥ মতিয়া

স্টাফ রিপোর্টার ॥ ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে বিচার বিভাগ ও প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কেউ যদি অন্য কোন স্বপ্ন দেখে থাকেন তাহলে তা ভুল। উদারতাকে দুর্বলতা মনে করবেন না। যে উদার হতে পারে সে কঠোরও হতে পারে। যে হাত দিয়ে আমরা সেবা করি, সে হাত দিয়ে শত্রু নির্মূল করেও আমরা দেখিয়ে দিতে পারি। রবিবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপির সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। এতে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের মহাপরিচালক, প্রাক্তন কর্মকর্তা ও কৃষি বিজ্ঞানী ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ইনডেমনিটি অধ্যাদেশ, জিয়ার আমলে এয়ারফোর্সে ৬০০ মানুষকে হত্যা ও সর্বশেষ অপারেশন ক্লিন হার্টের নামে ইতিহাসে যেসব জঘন্য কর্মকা- ঘটে গেছে সে সময় প্রধান বিচারপতি বা আদালত কোন টুঁ শব্দটিও করেনি বলেও এর সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ইনডেমনিটি অধ্যাদেশ হলো। আপনারা চুপ। এয়ারফোর্সের ৬০০ মানুষকে বিচারের নামে বিচারই হলো না। ধরো, গুলি করো। ডেড বডি পাঠিয়ে দাও। তখন তো তাদের (আদালত) কোন কণ্ঠ শুনিনি। ২০০০ সালের পরে অপারেশন ক্লিন হার্টের সময়ও কোন কথা শুনিনি তাদের। আমরা পরিষ্কার বলতে চাই- যে যার কাজ করবে। যে জায়গায় আছেন, যদি সাহস থাকে, তাহলে সে জায়গার কাজগুলো করেন। বিচার বিভাগ বিচার বিভাগের কাজ করবে, সংসদ সংসদের কাজ করবে; এটা মেনে নিয়েই দেশ চলবে।
×