ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

১৫০ রোগীকে চিকিৎসা প্রদান

প্রকাশিত: ০৭:০৮, ২১ আগস্ট ২০১৭

১৫০ রোগীকে চিকিৎসা প্রদান

নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ২০ আগস্ট ॥ বিএফএফের যুগপূর্তিতে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রবিবার দাউদকান্দি উপজেলার পেন্নাই সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ ফেন্ড্রশিপ ফাউন্ডেশনের (বিএফএফ) যুগপূর্তি উপলক্ষে কুমিল্লা বিকো, চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র এ সেবা প্রদান করেন। বিএফএফের প্রধান নির্বাহী এস. এম মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জালাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মতিন সৈকত, প্রধান শিক্ষিকা শেলিনা আক্তার, খোরশেদ আলম, মাহবুবুর রহমান রাহী, আলমগীর হোসেন। শিক্ষার মান উন্নয়নে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২০ আগস্ট ॥ নগরকান্দার এমএন একাডেমি মডেল স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া। সমাবেশে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মাদ মোর্তজা আহসান, ওই বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম ফকির, খন্দকার গোলাম কিবরিযা, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী নজরুল ইসলাম অভিবাবক মাহাবুবুর রহমান, অনিক এহসান ও মোঃ ফারুক মিয়া।
×