ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৩, ২১ আগস্ট ২০১৭

মাদকের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২০ আগস্ট ॥ রবিবার দুপুরে হবিগঞ্জ শহরে এক বিশাল মানববন্ধন করেছে ‘অভিযাত্রী মানব কল্যাণে আমরা’ নামে একটি সামাজিক সংগঠন। শহরের এম সাইফুর রহমান টাউন হল সড়কের প্রধান সড়কে পাশে এই মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার সাধারণ মানুষ। সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খালেকুজ্জামান খানের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রহমান তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন, খোয়াই থিয়েটারের সেক্রেটারি ইয়াসিন খাঁ, সংশ্লিষ্ট সংগঠনের অন্যতম নেতা সায়েম, সাংস্কৃতিক কর্মী উসমান গণি রুমী, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রদলের সেক্রেটারি রুবেল চৌধুরী প্রমুখ। শিশু সাংবাদিকতায় প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২০ আগস্ট ॥ শিশুদের সার্বিক জীবনমান উন্নয়ন ও পরিপূর্ণ জীবন গড়ার উৎসাহ সৃষ্টির লক্ষ্যে রবিবার ঠাকুরগাঁওয়ে শিশু সাংবাদিকতা বিষয়ে তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সকালে স্থানীয় প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক। স্থানীয় শিশু ফোরামের সভাপতি চৈতী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্ত জবেদ আলী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের এডিপি ম্যানেজার লিওবাট চিসিম ও শিশু সুরক্ষাবিষয়ক কর্মকর্তা মার্টিন সিংহ প্রমুখ।
×