ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাঙালিভোজের নামে চাঁদাবাজি ॥ অনুষ্ঠান স্থগিত

প্রকাশিত: ০৭:০২, ২১ আগস্ট ২০১৭

কাঙালিভোজের নামে চাঁদাবাজি ॥ অনুষ্ঠান স্থগিত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের নামে চাঁদাবাজি করায় জেলা আওয়ামী লীগ ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত অর্থ ফেরত প্রদানেরও নির্দেশ দেয়া হয়েছে। রবিবার শহরের নুনিয়াছড়ায় কাঙালি ভোজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শনিবার রাতে কাঙালি ভোজের নামে মানবপাচারকারী চক্রের চাঁদাবাজির বিষয়টি জানতে পেরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান তাৎক্ষণিক রবিবারের কাঙালি ভোজ স্থগিত করে দেন। সূত্র জানায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আগস্ট মাসজুড়েই নানা কর্মসূচী গ্রহণ করে জেলা আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় মধ্যম নুনিয়ারছড়ার তৈয়বিয়্যা তাহেরীয়া মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ১০টায় কাঙালি ভোজটি অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু সেই কাঙালি ভোজকে কেন্দ্র করে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতার মদদে শহরের চিহ্নিত মানবপাচারকারী ছৈয়দ করিম, মোহাম্মদ করিম, আবু বক্করসহ ১০-১৫ জন যুবক গণহারে চাঁদাবাজি করে। ফিশারিঘাটের এক মাছ ব্যবসায়ী জানান, আজাদ, ছৈয়দ করিম, মোহাম্মদ করিম ও আবু বক্কর বৃহস্পতিবার তার কাছে আসে। বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ২০ হাজার টাকা দাবি করে। একপর্যায়ে তিনি তাদের সঙ্গে ১০ হাজার টাকায় রফাদফা করেন। এভাবে প্রায় ২৫ জন মাছ ব্যবসায়ীর কাছ থেকে দলটি চাঁদাবাজি করেছে। এছাড়া স্থানীয় মুদির দোকানদারসহ অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায় করে মানবপাচারকারী চক্রটি।
×