ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৭:০২, ২১ আগস্ট ২০১৭

মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২০ আগস্ট ॥ মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা এবং মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যদের উকিল নোটিস প্রদানের প্রতিবাদে জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় জেলা প্রেসক্লাবে আয়োজিত এ সম্মেলনে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নূরুল আমিন। এ সময় সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার আইয়ুব আলী, আব্দুল মতিন খান, খন্দকার আনিছুর রহমান ও লাক মিয়াসহ স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভায় সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) নূর খানের নাম তালিকা থেকে সর্বসম্মতিতে বাদ দেয়া হয়।
×