ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বেহাল সড়ক ॥ চরম জনদুর্ভোগ

প্রকাশিত: ০৭:০০, ২১ আগস্ট ২০১৭

বগুড়ায় বেহাল সড়ক ॥ চরম জনদুর্ভোগ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ গুরুত্বপূর্ণ বগুড়া শহরের নামাজগড় থেকে নামুজা সড়কটির বেহাল অবস্থা কাটছেই না। দীর্ঘ এই সড়কটি জাতীয় মহাসড়কের সঙ্গে যুক্ত। পরিকল্পনা আছে, বাংলাবান্ধা থেকে দক্ষিণাঞ্চলের মংলা বন্দর পর্যন্ত চতুর্দেশীয় বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হলে সড়কটির গুরুত্ব আরও বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ এ পুরাতন সড়কে মেরামত কাজ হওয়ার পরই প্রায় অর্ধেক ভেঙ্গে গিয়ে খানা খন্দক সৃষ্টি হয়েছে। কোন স্থানে অনেকটা অংশ ডোবার মতো দেবে গেছে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকার হাজারো মানুষকে। যানবাহন চলাচলে বিঘœ ঘটছে। সামান্য বৃষ্টিতে ভাঙ্গা অংশে যানবাহন চলতে চায় না। কোন ভাবে চললেও ভাড়া গুনতে হয় অস্বাভাবিক। এই সড়কটি দৈর্ঘ্য ১৬ কিলোমিটারেরও বেশি। বগুড়া থেকে মহাস্থানগড় হয়ে শিবগঞ্জ পর্যন্ত বিকল্প পথে যোগাযোগ স্থাপিত করেছে এই সড়কটি। চৌমুহনী কারিগরপাড়া থেকে নামুজা বন্দরের মধ্যে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ, সোনালী ব্যাংক, দেড় হাজার টন ধারণ ক্ষমতার খাদ্যগুদামসহ এ অঞ্চলের বড় হাট বসে সড়ক থেকে অল্প দূরে। সড়কের দুই ধারে দেশী-বিদেশী বহুজাতিক বিভিন্ন অফিসসহ বহু আবাসিক ভবন আছে। চলতি বছরের শুরুতে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ার পরই বন্ধ হয়ে যায়। কিছুদিন পর ফের কাজ শুরু হয়ে কোন রকমে শেষ করা হয়। তারপরই সড়কটি ভাঙতে থাকে। খানা খন্দকে ভরে যায়। সড়ক ঠিকমতো নির্মাণ হয়েছে কি না এ নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ভেঙ্গে যাওয়া অংশে খোয়া পিচের বদলে বালু মাটি বের হয়ে এসেছে। বৃষ্টিতে কাদায় হেঁটে পথ চলা দায়। এই বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, তিনি কেবলই বগুড়ায় বদলি হয়ে এসেছে। সড়কটি দেখে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
×