ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রেলের ক্ষতি ২০ কোটি টাকার ওপরে

বন্যায় দিনাজপুরে গৃহহীন ৫ লাখ

প্রকাশিত: ০৭:০০, ২১ আগস্ট ২০১৭

বন্যায় দিনাজপুরে গৃহহীন ৫ লাখ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দ্বিতীয় দফা বন্যায় দিনাজপুরসহ রংপুর বিভাগে ১শ’ কিলোমিটার রেলপথ তছনছ হয়ে গেছে। এসব রেলপথের কোথাও পানি বইছে। ১২৫টির বেশি স্থানে স্লিপার ধসে গিয়ে ২০ থেকে ২৫ ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। আবার কোথাও ভেঙ্গে গেছে রেল ব্রিজ। পানির স্রোতে ভেসে গেছে রেললাইনের পাথর। দুটি আন্তঃনগরসহ ১১ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে। প্রাথমিকভাবে এ বিভাগে রেললাইনের ক্ষতি ২০ কোটি টাকার ওপরে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, দুই সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। রেললাইন মেরামত কাজ চললেও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেন চলাচল নিয়ে শঙ্কা রয়েছে। এসব তথ্য পাওয়া গেছে পশ্চিমাঞ্চলীয় রেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে। রাজশাহীতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান অফিস সূত্রে জানা গেছে, এবারের বন্যায় রেলপথের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম জেলায়। প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুধু রেললাইনের ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকার ওপর। এদিকে দিনাজপুরে ভয়াবহ বন্যায় ১৩ উপজেলায় ৫ লাখ ৮৬ হাজার ১৩টি গবাদিপশু হুমকির মুখে পড়েছে। এর মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫০৫টি গরু, ১০৭টি মহিষ, ২ লাখ ১ হাজার ৯৩১টি ছাগল এবং ১১ হাজার ৪৭০টি ভেড়া রয়েছে। সঙ্কট দেখা দিয়েছে গো-খাদ্যের। অপরদিকে দিনাজপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে বানভাসি মানুষের দুর্ভোগ। গৃহহীন বানভাসি মানুষ এখন বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কটে ভুগছে। সরকারী হিসেবে অনুযায়ী প্রায় ৫ লাখ মানুষ গৃহহীন। বরাদ্দ এসেছে ৪৮৫ মেট্রিক টন চাল ও ১৬ লাখ টাকা। সরকারী হিসাব মতে, বন্যায় গো-খাদ্যের ৩৪৭ একর জমির কাঁচা ঘাস ও ১ হাজার ৬৬৬ মেট্রিক টন খড় বিনষ্ট হয়েছে। জেলায় ১৫ লাখ গরু, ২ হাজার ৮২৭টি মহিষ, ৯ লাখ ৩৩ হাজার ছাগল ও ১ লাখ ৩৩ হাজার ভেড়া হুমকির মুখে রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্রমতে, দিনাজপুরের চিরিরবন্দর থেকে মনমথপুর পর্যন্ত ২২ কিলোমিটারের ৪৮টি স্থানে স্লিপার সরে গিয়ে রেললাইনের নিচের ৫ ফুট করে মাটি সরে গেছে। পাথরের কোন অস্তিত্ব নেই এ রেলপথের। দিনাজপুরের ১৩ এম ব্রিজের দুপাশের ৫০ ফুট জায়গায় ৫ ফুট গভীর গর্ত হয়ে গেছে। এগুলো ভরাটের পরই রেল চলাচল করবে। দিনাজপুরের কাঞ্চন থেকে বাজনাহার পর্যন্ত ৪ কিলোমিটারজুড়ে ৮ ফুট গভীর গর্ত হয়েছে। এ স্থান মাটি দিয়ে ভরাট করা অনেকটাই সময়সাপেক্ষ ব্যাপার। কাঞ্চন থেকে বিরল পর্যন্ত ১ কিলোমিটার রেললাইনে ১২ ফুট গভীর গর্ত হয়েছে। দিনাজপুর সদরের কাউগাঁ এলাকার এক কিলোমিটার রেললাইনে ৮ ফুট গভীর গর্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ১শ’ কিলোমিটার রেলপথের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রেল মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখান থেকে জরুরী ভিত্তিতে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ এলে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া বন্যার কারণে পঞ্চগড়-দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর একতা ও দ্রুতযান ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।এছাড়া পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী ৪ জোড়া, তিস্তা-কুড়িগ্রাম-রমানাবাজার ৩ জোড়া এবং লালমনিরহাটের ভোটমারী থেকে বুড়িমারী পর্যন্ত ৪ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এসব ট্রেন কবে নাগাদ চলাচল করবে তা সঠিকভাবে বলতে পারছেন না কর্মকর্তারা। কোরবানির ঈদের আগের রংপুর বিভাগের রেল চলাচল স্বাভাবিক না হলে চরম ভোগান্তিতে পড়বে ঈদে ঘরে ফেরা মানুষ। লালমনিরহাটের হাতিবান্ধায় ১২০ ফুট রেললাইন নদীতে বিলীন হয়ে গেছে। সেখানে এখন নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ পথে রেললাইন পুনঃস্থাপন করা সম্ভব কিনা তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না। কুড়িগ্রাম জেলায় রেলের দুটি ব্রিজ ভেঙ্গে গেছে। এগুলো মেরামত করতে বেশ সময় লাগবে।ফলে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রংপুরের কাউনিয়া-তিস্তা-মহেন্দ্র নগর পর্যন্ত ৩০ কিলোমিটার রেলপথের ২০টি স্থানে স্লিপার সরে গিয়ে ২০ থেকে ২৫ ফুট গর্ত সৃষ্টি হয়েছে। কদিন আগেও যে এখানে রেললাইন ছিল সেটি এখন বোঝার উপায় নেই। পশ্চিমাঞ্চলীয় রেলের প্রধান প্রকৌশলী রমজান আলী জানান, ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁওসহ রংপুর বিভাগে প্রায় ১শ’ কিলোমিটারের বেশি রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষতি ধরা হয়েছে ২০ কোটি টাকা। ঈদের আগেই যাতে রেল যোগাযোগ স্বাভাবিক হয়, সেই লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি। পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা বেলাল উদ্দিন জানান, বন্যার কারণে দুটি আন্তঃনগরসহ প্রায় ১১ জোড়া ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তিনি ঈদের আগের রেল পরিবহন স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেন।
×