ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মটুল এখন বাংলাদেশে

প্রকাশিত: ০৬:৫২, ২১ আগস্ট ২০১৭

মটুল এখন বাংলাদেশে

সম্প্রতি রাজধানীর এক হোটেলে রয়েল বাফেটে অথরাইজড ডিলার হিসেবে বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্পোটেকের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয় আন্তর্জাতিক মানসম্পন্ন ফ্রান্সের ইঞ্জিন অয়েল মটুল বাংলাদেশ ডিস্ট্রিবিউটরের। কর্পোটেকের সিইও ইমরান আজিম বলেন, মটুল হচ্ছে উন্নত বিশ্বের সব ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েলের মধ্যে একটি। পাশর্^বর্তী দেশ ইন্ডিয়ায় এটির চাহিদা ব্যাপক। বিজ্ঞপ্তি এবার অনলাইনে ‘বিরাট হাট’ দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনা-বেচার জনপ্রিয় মাধ্যম ইরশৎড়ু এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড এবারের ঈদ-ঊল-আযহা উপলক্ষে নিয়ে এসেছে কোরবানি ক্যাম্পেইন-‘বিরাট হাট’ (#ইরৎধঃঐধধঃ)। শনিবার দি ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কোরবানি ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিক্রয়-এর মার্কেটিং ডিরেক্টর ইয়াসের নূর, অ্যাড সেলস ডিরেক্টর রাশেদুল হক রানা এবং মিনিস্টার হাই টেক পার্ক লিমিটেড-এর হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস কেএমজি কিবরিয়া। এই ঈদ-উল-আযহায় বিক্রয় তার সম্মানিত গ্রাহকদের জন্য নিয়ে এসেছে চমৎকার সব গবাদি পশুর সমাহার। এছাড়াও বিক্রয়-এর গ্রাহকরা এই অনলাইন ক্যাম্পেইনে অংশ নিয়ে পাবেন মিনিস্টার-এর পক্ষ থেকে আকর্ষণীয় হোম এবং ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার অনন্য সুযোগ। -অর্থনৈতিক রিপোর্টার
×