ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উট ও দুম্বার অস্বাভাবিক দাম

প্রকাশিত: ০৬:৫১, ২১ আগস্ট ২০১৭

উট ও দুম্বার অস্বাভাবিক দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে উট ও দুম্বা। আরব দেশগুলোর দেখাদেখি দেশেও অনেকে এখন কোরবানি দিতে উট বা দুম্বা কিনছেন। চাহিদার কারণে এখন দেশে উট ও দুম্বার বাণিজ্যিক খামারও শুরু হয়েছে। তবে কোরবানির সময় বেশিরভাগ উট এবং দুম্বা আসছে ভারতের রাজস্থান ও হরিয়ানা প্রদেশ থেকে। অন্যান্য বছরের মতো এ বছরও কোরবানির ঈদকে সামনে রেখে উট ও দুম্বা আনতে শুরু করেছেন রাজধানীর ব্যবসায়ীরা। মোহাম্মদপুরের সাদিক এগ্রো নামের একটি প্রতিষ্ঠান তিনটি উট ও কয়েকটি দুম্বা এনেছে এবার কোরবানিতে বিক্রির জন্য। শনিবার ঢাকা উদ্যান এলাকায় সাদিক এগ্রোর খামারে গিয়ে দেখা যায়, উট দেখতে ভিড় করেছেন অনেক মানুষ। এসেছেন দুই একজন ক্রেতাও। ধানম-ি থেকে উটের খবর পেয়ে দরদাম করতে এসেছেন সাইফুল্লাহ ও তার বন্ধুরা। তিনি জানান, এ বছর তার পরিবার একটি উট কোরবানি দেয়ার চিন্তা করছে। তাই খবর পেয়ে এখানে এসেছেন তিনি। তবে দামের কারণে আশাহত তিনি। তিনি জানালেন, প্রাথমিকভাবে প্রতিটি উটের দাম ১২ লাখ টাকা চাওয়া হচ্ছে। দামের বিষয়ে সাদিক এগ্রোর কর্মকর্তা হোসেন আলী জানান, উটের দাম এমনটাই। আর দুম্বার দামও প্রতিটি দুই থেকে তিন লাখ টাকা।
×