ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৭৫ হাজার কোটি টাকার তহবিল যোগানোর প্রস্তাব

প্রকাশিত: ০৬:৫১, ২১ আগস্ট ২০১৭

ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৭৫ হাজার কোটি টাকার তহবিল যোগানোর প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার ॥ অনুৎপাদক সম্পদের চাপে নাজেহাল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাতে নতুন করে মূলধন যোগাতে উদ্যোগী ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই) ও কেন্দ্রীয় সরকার। শীর্ষ ব্যাংকের গবর্নর উর্জিত পটেল বলেন, খেলাপী ঋণের জন্য সংস্থান করতে গিয়েই বিপাকে পড়েছে বিভিন্ন ব্যাংক। সেই কারণেই নির্দিষ্ট সময়সীমা বেঁধে তাদের হাতে মূলধন যোগানোর ব্যবস্থা করা হবে। পটেলের দাবি, মোট অনুৎপাদক সম্পদের ৮৬.৫ শতাংশই বিভিন্ন বড় সংস্থার খেলাপ করা ঋণ। বিষয়টি ব্যাংকগুলোর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। মার্চ পর্যন্ত হিসেবে মোট অনুৎপাদক সম্পদের হার ছুঁয়েছে ৯.৬ শতাংশ। উপরন্তু ঝুঁকি রয়েছে, এমন ঋণের অনুপাত ১২ শতাংশ। প্রসঙ্গত, কেন্দ্র চলতি অর্থবর্ষের বাজেটেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আগামী ২০১৯ সালের মধ্যে ৭৫ হাজার কোটি টাকার তহবিল যোগানোর প্রস্তাব দিয়েছে। পটেল জানিয়েছেন, মূলধনের ব্যবস্থা করতে যেসব ব্যবস্থা নেয়া হবে, তার মধ্যে রয়েছে- বাজার থেকে টাকা তোলা, সরকারী অংশীদারী কমানো, কেন্দ্রের তরফে বাড়তি মূলধন যোগানোর বন্দোবস্ত, বিভিন্ন ব্যাংক মিশিয়ে দেয়া এবং মূল কাজের সঙ্গে যুক্ত নয়, এমন সম্পদ বিক্রি করা।
×