ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীর উন্নয়নে ৭১৬ কোটি টাকার দরপত্র

প্রকাশিত: ০৬:৫১, ২১ আগস্ট ২০১৭

চট্টগ্রাম নগরীর উন্নয়নে ৭১৬ কোটি টাকার দরপত্র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ড এলাকার ১১শ’ কিলোমিটার রাস্তা আলোকিত করার লক্ষ্যে প্রায় ৪৫৮ কোটি টাকার প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ১১২ কিলোমিটার সড়ক আলোকিত করার লক্ষ্যে ১১৬ কোটি টাকার একটি প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। এছাড়া ৬৬ কিলোমিটার সড়ক প্রায় সাড়ে ৫৩ কোটি টাকা ব্যয়ে আলোকায়নের কার্যাদেশ হয়ে গেছে। নগরীকে শতভাগ এলইডি লাইটিংয়ের আওতায় নিয়ে আসা হবে। ৭১৬ কোটি টাকার উন্নয়ন কাজের মধ্যে দরপত্র আহ্বান ও কার্যাদেশ প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান প্রধান সড়ক উন্নয়নে ৮৮৪ কোটি টাকার প্রকল্প রয়েছে পরিকল্পনা কমিশনে। সকল রাস্তাঘাট সংস্কার, রাস্তা পাকাকরণ এবং অর্ধপাকা রাস্তা পূর্ণাঙ্গ পাকা করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। রবিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২৫তম সাধারণ সভায় বক্তব্যে উপরোক্ত তথ্যগুলো তুলে ধরেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন নির্বাচিত পরিষদের সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর, অফিসিয়াল কাউন্সিলর এবং কর্পোরেশনের বিভাগীয় প্রধানগণ। চসিক এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত ২৫তম সাধারণ সভায় ২৪তম সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, স্থায়ী কমিটিসমূহের কার্যবিবরণী আলোচনান্তে অনুমোদন করা হয়। মেয়র বলেন, নগরীতে ৪টি পশু জবাইখানা নির্মাণ, আবর্জনা সংরক্ষণে আন্ডারগ্রাউন্ড কন্টেইনার ইয়ার্ড নির্মাণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন করা হয়েছে। তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর বর্জ্য বিকেল ৫টার মধ্যে অপসারণের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে সভাকে অবহিত করেন।
×