ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জরিমানা থেকে বিএসইসির ১ কোটি ৮৯ লাখ টাকা আয়

প্রকাশিত: ০৬:৪৬, ২১ আগস্ট ২০১৭

জরিমানা থেকে বিএসইসির ১ কোটি ৮৯ লাখ টাকা আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ২০১৫-১৬ অর্থবছরে ৪৬ কোটি ১৭ লাখ টাকা আয় করেছে। এর মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা থেকে বিএসইসির ১ কোটি ৮৯ লাখ টাকা আয় হয়েছে। বিএসইসির প্রকাশিত সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। এ সময় বিএসইসির সবচেয়ে বেশি আয় হয়েছে বিও এ্যাকাউন্ট ফি থেকে। এ খাত থেকে প্রতিষ্ঠানটির ১৫ কোটি ৩৪ লাখ টাকা আয় রয়েছে। এছাড়া ব্যাংকে জমা টাকার উপরে দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৭ লাখ টাকা আয় হয়েছে। এরপরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও), রাইট ইস্যুর আবেদন ও সম্মতি প্রদান ফি থেকে তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭৩ লাখ আয় হয়েছে এবং মিউচুয়াল ফান্ড রেজিস্ট্রেশন/নবায়ন থেকে ফি থেকে চতুর্থ সর্বোচ্চ ৮ কোটি ২ লাখ টাকা আয় হয়েছে। এদিকে বিএসইসির ২০১৫-১৬ অর্থবছরে ৬৯ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় করেছে। রাজস্ব, মূলধনী, পূর্ত ইত্যাদি খাতে এ ব্যয় করা হয়েছে। ২০১৬ সালের ৩০ জুনে বিএসইসির কাছে ১৫১ কোটি ৮০ লাখ টাকা রয়েছে। উল্লেখ্য, বিএসইসি একটি সংবিধিবদ্ধ সংগঠন। যার খরচ মেটানোর জন্য বিএসইসি আইন-১৯৯৩ এর ১২ ধারা অনুযায়ী, একটি তহবিল রয়েছে। যে তহবিলে সরকারী অনুদান ও বিএসইসির নিজস্ব আয় থেকে অর্থের যোগান হয়। তবে সংস্থাটি গত ৯ বছর বা ২০০৭-০৮ অর্থবছর থেকে নিজস্ব আয় দিয়ে চলছে। এক্ষেত্রে কোন ধরনের সরকারী অনুদান ছাড়াই নিজেদের সব ব্যয় পরিশোধ করছে তাদের আয় থেকে।
×