ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুধীর বরণ মাঝি;###;শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর।;###;মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫

অষ্টম শ্রেণি ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

প্রকাশিত: ০৬:৩৮, ২১ আগস্ট ২০১৭

অষ্টম শ্রেণি ॥ হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

পঞ্চম অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ ১। মনসাপূজা করা হয় কোন তিথিতে? (ক) শ্রীপঞ্চমী (খ) নাগপঞ্চমী (গ) কৃষ্ণা ত্রয়োদশী (ঘ) শুক্লাঅষ্টমী। ২। দেব-দেবীর পূজায় উপাচার নিবেদনের তাৎপর্য হলো- (র) পূজাকে আনন্দদায়ক করা (রর) মনের একাগ্রতা বৃদ্ধি করা (ররর) বিধিসম্মত পূজা সমাপন করা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র. ররও ররর। অনুচ্ছেদটি পড়ে ৩এবং ৪নং প্রশ্নের উত্তর দাও ঃ অরণীর মা অসুস্থ থাকায় শনিবার সন্ধ্যায় অরণীকে পূজাবিধি না জেনেই বাড়ির উঠানে শনি পূজার আয়োজন করতে হয়। পূজার উদ্দেশ্যে অরণী চার রকমের ফুল ও ফল সংগ্রহ করে। পরবর্তী সময়ে বিভিন্ন উপাচার সহযোগে পূজার পাঁচালি পড়ে পূজা সম্পন্ন করে উপস্থিত সকলের মধ্যে প্রসাদ বিতরণ করে। কিন্তু পূজাটি বিধিসম্মতভাবে হয়েছে কি-না এ নিয়ে অরণীর মনে সংশয় থেকে যায় এবং সে মানসিক অশান্তিতে ভোগে। ৩। পূজাবিধি অনুসারে শনিপূজায় অরণীর কত রকমের ফুল ও ফল নিবেদনের প্রয়োজন ছিল? (ক) দুই (খ) তিন (গ) চার (ঘ) পাঁচ। ৪। অরণীর মানসিক দ্বন্ধের কারণগুলো হলো- (র) দায়িত্বহীনতা (রর) ত্রুটিমুক্তভাবে পূজা সম্পন্ন না করা (ররর) শনিদেব রুষ্ট হতে পারেন এই ভাবনা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র. ররও ররর। ৫। ঈশ্বর নিরাকার হলেও কিসের প্রয়োজনে বিভিন্নরূপে পৃথিবীতে আবির্ভূত হন? (ক) গ্রহের (খ) উপগ্রহের (গ) নক্ষত্রের (ঘ) মহাবিশ্বের। ৬। দেবতা বা দেব-দেবী বলতে যা বোঝায়- (ক) ঈশ্বরের সাকার রূপ (খ) ঈশ্বরের নিরাকার রূপ (গ) ঈশ্বরের গোপনীয় রূপ (ঘ) শুভ শক্তি। ৭। দেবীদের মধ্যে অন্যতম হলেন- (র) দুর্গা ও কালী (রর) লক্ষ্মী ও সরস্বতী (ররর) বীণা ও আনন্দময়ী। নিচের কোনটি সঠিক ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ৮। মনসাদেবীর আরেক নাম কী ? (ক) বিষ্ণু (খ) সর্পদেবতা (গ) ধনদেবী (ঘ) দেবরাজ। ৯। পূজা শব্দের অর্থ কী ? (ক) পার্বণ (খ) অনুষ্ঠান (গ) আয়োজন (ঘ) শ্রদ্ধাজ্ঞাপন। ১০। যে কারণে শনিদেব রুষ্ট হন- (র) দায়িত্বহীনতা (রর) পাপ (ররর) অপবিত্রতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) র ও রর (গ) র ও ররর (ঘ) র,রর ও ররর। ১১। যজ্ঞের জন্য নিচের কোনটি প্রয়োজন? (ক) শঙ্খ (খ) পবিত্র সুতা (গ) ঘন্টা (ঘ) পঞ্চারতি। ১২। পূজার সময় কলসের মুখে যা স্থাপন করা হয়- (র) আ¤্রপল্লব (রর) একটি সবুজ নারিকেল (ররর) রঙিন ফুল। নিচের কোনটি সঠিক (ক) রও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর উত্তর ঃ ১(খ), ২(গ), ৩(ঘ), ৪(গ), ৫(ঘ), ৬(ক), ৭(গ), ৮(খ), ৯(ঘ), ১০(ঘ), ১১(খ), ১২(ক)।
×