ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিনসিনাতি ওপেন ফাইনালে হ্যালেপ-মুগুরুজা

প্রকাশিত: ০৬:৩০, ২১ আগস্ট ২০১৭

সিনসিনাতি ওপেন ফাইনালে হ্যালেপ-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস কোর্টে দুর্দান্ত পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন উইম্বলডনের চ্যাম্পিয়ন গারবিন মুগুরুজা। শনিবার সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ক্যারোলিনা পিসকোভাকেও হারিয়ে দেন তিনি। শেষ চারের লড়াইয়ে এদিন টুর্নামেন্টের চতুর্থ বাছাই গারবিন মুুগুরুজা ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা পিসকোভাকে। টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে জয়ের স্বাদ পেয়েছেন সিমোনা হ্যালেপ। রোমানিয়ার এই টেনিস তারকা এদিন ৬-২ এবং ৬-১ গেমে হারান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিভাবান খেলোয়াড় সেøায়ানে স্টিফেন্সকে। এর ফলে শিরোপা জয়ের লড়াইয়ে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার মুখোমুখি হবেন সিমোনা হ্যালেপ। আমেরিকার কোন টুর্নামেন্টে এবারই প্রথমবার ফাইনাল খেলতে যাচ্ছেন গারবিন মুগুরুজা। তাই স্প্যানিশ টেনিস তারকা একটু বেশিই রোমাঞ্চিত। শেষ চারের বাধা পেরিয়েই বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নাম্বারে থাকা এই স্প্যানিয়ার্ড বলেন, ‘ফাইনালে উঠতে পেরেই আমি খুব খুশি। এবার খুব করেই চেয়েছিলাম এই টুর্নামেন্টের ফাইনালে খেলার জন্য। সেজন্য ম্যাচে আমার শতভাগ মনোযোগ ছিল। এই জয়ে আমি খুবই খুশি।’ ২০১৩ সালে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই একে অপরের মুখোমুখি হয়েছিলেন মুগুরুজা-পিসকোভা। সেই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন স্পেনের মুগুরুজাই। কিন্তু এরপর টানা ছয় ম্যাচে মুগুরুজাকে হারান ক্যারোলিনা পিসকোভা। তাই এবার তাকে হারাতে নিজের ভুলগুলো নিয়ে কাজ করেন মুগুরুজা। অনুশীলনে কঠোর পরিশ্রমও করেছেন এই স্প্যানিয়ার্ড। শেষ পর্যন্ত যেন সেটারই ফল পেলেন তিনি। ম্যাচ শেষে তাই তৃপ্ত মুগুরুজা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তার কাছে আমি বহুবার হেরেছি। তাই ধরে নিয়েছিলাম হয়তো আমার কোথাও ভুল ছিল। তার মতো এরকম প্রতিপক্ষকে হারাতে কঠোর পরিশ্রম করেছি। এবার তার বিপক্ষে বেশ ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছি আমি। আমার শটও খুব ভাল হয়েছে। বলতে পারেন এই দিনটা আমার জন্য খুবই অসাধারণ।’ আগামী সপ্তাহেই শুরু হবে মৌসুমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন। গত মাসে উইম্বলডনের শিরোপা জেতা গারবিন মুগুরুজা ইউএস ওপেনেও ফেবারিট। তার আগে সিনসিনাতি ওপেনের শিরোপা জিততে পারলে তো আত্মবিশ্বাসটা আরও বহুগুণেই বেড়ে যাবে তার। তবে সেই পথে বড় বাধা এখন সিমোনা হ্যালেপ। শেষ চারে যিনি ৬-২ এবং ৬-১ সেটে পরাজিত করেছেন সেøায়ানে স্টিফেন্সকে। গত মে মাসে মাদ্রিদে ক্যারিয়ারের ১৫তম শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন হ্যালেপ। চলতি সপ্তাহে সিনসিনাতি ওপেনে একটি সেটও ড্রপ করেননি তিনি। দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নেন এই রোমানিয়ান। সেøায়ানে স্টিফেন্স এখন র‌্যাঙ্কিংয়ের ১৫১ নাম্বার খেলোয়াড়। সিনসিনাতি ওপেনে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসেছেন। গত জানুয়ারিতে সার্জারি করে টেনিস কোর্টে ফেরার পর সিনাসিনাতি ওপেন তার চতুর্থ টুর্নামেন্ট। আজ প্রকাশিত নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী অবশ্য শীর্ষ এক শ’র মধ্যে চলে আসবেন সেøায়ানে স্টিফেন্স।
×