ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতেও দাপুটে জয়ে শুরু ভারতের

প্রকাশিত: ০৬:২৯, ২১ আগস্ট ২০১৭

ওয়ানডেতেও দাপুটে জয়ে শুরু ভারতের

স্পোর্টস রিপোর্টার ॥ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৩-০তে ‘হোয়াইটওয়াশের’ লজ্জায় ডোবানোর পর দাপুটে জয়ে ওয়ানডে সিরিজ শুরু করল ভারত। পঞ্চাশ ওভারের প্রথম দ্বৈরথে বিরাট কোহলির দল জিতল ৯ উইকেটের বিশাল ব্যবধানে। ডাম্বুলায় টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৪৩.২ ওভারে মাত্র ২১৬ রানে অলআউট হয়। জবাবে শিখর ধাওয়ানের ম্যারাথন সেঞ্চুরি (১৩২*) ও অধিনায়ক কোহলির অপরাজিত ৮২ রানের চমৎকার দুটি ইনিংসে ভর করে ২৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। আয়েশী জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল সফরকারীরা। ২৪ আগস্ট পাল্লেকেলেতে হবে দ্বিতীয় ওয়ানডে। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতে সিদ্ধান্তের ফায়দা তুলতে পারেনি সফরকারীরা। প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫৫ রান তুলে বড় সংগ্রহের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। নিরোশান দিকওয়েলা ও দানুশকা গুনাথিলাকার জুটি ছিল আত্মবিশ্বাসী। তবে ৭৪ রানের এ জুটি ভেঙে দেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৩৫ রানে মাঠ ছাড়েন গুনাথিলাকা। কুশল মেন্ডিস উপযুক্ত সঙ্গ দিয়েছিলেন দিওয়েলাকে। ৬৫ রান করেন তারা। ৭৪ বলে ৮ চারে ৬৪ রান করে কেদার যাদবের শিকার দিকওয়েলা। ১৩৯ রানে দ্বিতীয় উইকেটটি হারায় লঙ্কানরা। এর পর বিপর্যয়। ডিকওয়েলা-গুনাথিলাকার পর কেবল মেন্ডিস (৩৬), উপুল থারাঙ্গা (১৩) ও এ্যাঞ্জেলো ম্যাথুস (৩৬) দুই অঙ্কের ঘরে রান করেছেন। ৭৭ রানের ব্যবধানে শ্রীলঙ্কার শেষ ৯ উইকেট তুলে নিতে চাহাল ও যাদবের সঙ্গে যোগ দেন আরেক স্পিনার অক্ষর প্যাটেল। এ বাঁহাতি স্পিনার সবচেয়ে বেশি ৩ উইকেট নেন। বাকি দুজন পান দুটি করে উইকেট। ৪৩.২ ওভারে ২১৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। তিন স্পিনারের সফলতার দিনে পেসার যশপ্রীত বুমরাহ ২ উইকেট পান। জয়ের লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে প্রথম উইকেট হারায় ভারত। রোহিত শর্মা ৪ রানে রানআউট হওয়ার পর আর কোন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরতে হয়নি। ১৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ধাওয়ান ও কোহলি দলকে জেতান। ৭১ বলে ১৬ চার ও ২ ছয়ে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি করা ধাওয়ান অপরাজিত ১৩২ রানে। তার ৯০ বলের ইনিংসে রয়েছে ২০ চার ও ৩ ছয়। আর ৭০ বলে ৮২ রানে, ১০ চার ও ১ ছক্কা কোহলির। স্কোর ॥ শ্রীলঙ্কাÑ ৪৩.২ ওভারে ২১৬ (ডিকওয়েলা ৬৪, গুনাথিলাকা ৩৫, মেন্ডিস ৩৬, ম্যাথুস ৩৬; অক্ষর ৩/৩৪, যাদব ২/২৬, চাহাল ২/৬০, বুমরাহ ২/২২) ভারত- ২৮.৫ ওভারে ২২০/১ (রোহিত ৪, ধাওয়ান ১৩২*, কোহলি ৮২*; মালিঙ্গা ০/৫২, সান্দাকান ০/৬৩) ম্যাচসেরা ধাওয়ান (ভারত) ফলÑ ভারত ৯ উইকেটে জয়ী সিরিজ পাঁচ ওয়ানডে ভারত ১-০ তে এগিয়ে
×