ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নের মতোই জুভেন্টাসের শুরু

প্রকাশিত: ০৬:২৫, ২১ আগস্ট ২০১৭

চ্যাম্পিয়নের মতোই জুভেন্টাসের শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে এখন জুভেন্টাসের রাজত্ব। গত মৌসুমেই রেকর্ড টানা ছয়বার স্কুডেট্টো জয়ের স্বাদ পেয়েছে তারা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবারও দুর্দান্ত শুরু করেছে ইতালিয়ান জায়ান্টরা। মারিও মানজুকিচ, পাওলো দিবালা আর গঞ্জালো হিগুয়েইনের গোলে শনিবার নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাস ৩-০ ব্যবধানে রীতিমতো উড়িয়েই দিয়েছে ক্যালিয়ারিকে। নিজেদের মাঠে এদিন ক্যালিয়ারিকে আতিথ্য দেয় ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। স্টেফান লিখটস্টাইনারের ক্রসে মানজুকিচের ভলি ঠিকানা খুঁজে পেলে ম্যাচ শুরুর ১২ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। তবে পিছিয়ে পড়া ক্যালিয়ারির সামনে প্রথমার্ধেই সমতায় ফেরার দারুণ এক সুযোগ আসে। ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তে ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। কিন্তু সেই সুযোগ নষ্ট করে ক্যালিয়ারি। দিয়েগো ফারিয়াসের স্পট কিক দারুণ দক্ষতায় রুখে দেন জিয়ানলুইজি বুফন। আর তাতেই প্রমাণিত হয় যে, বুফন কেন বিশ্ব ফুটবলের সেরা গোলরক্ষক। সুস্পষ্ট হয়ে ওঠে সম্প্রতি ব্যালন ডি’অরের সেরা তিনে থাকার কারণটাও। ফারিয়াসকে ডি-বক্সের মধ্যে এ্যালেক্স সান্দ্রো ফাউল করলেও শুরুতেই পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি।
×