ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত: ০৬:২৪, ২১ আগস্ট ২০১৭

সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচ হাতে রেখেই নেপালে চলমান সাফ অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। রবিবার ‘এ’ গ্রুপের ম্যাচে ভুটানের কাছে শ্রীলঙ্কা ৬-০ গোলে হেরে যাওয়ায় শেষ চার নিশ্চিত হয়েছে বাংলাদেশী কিশোরদের। টুর্নামেন্টে দু’টি গ্রুপে ৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুই গ্রুপ থেকে দু’টি করে সেরা দল সেমিফাইনালে উঠবে। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। গতকাল নিজেদের শেষ ম্যাচেও হেরেছে লঙ্কান কিশোররা। যে কারণে ‘এ’ গ্রুপ থেকে সেরা চার নিশ্চিত হয়ে গেছে ভুটান ও বাংলাদেশের। দেশ দু’টি মঙ্গলবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে একে অপরের মুখোমুখি হবে। আর গ্রুপপর্ব থেকে বিদায় ঘণ্টা বেজেছে দ্বীপদেশ লঙ্কার। দুই বছর আগে এই টুর্নামেন্টের নাম ছিল সাফ অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপ। এবার বয়স কমিয়ে করা হয়েছে অনুর্ধ-১৫। এই আসরে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই নেপাল গেছে কোচ মোস্তফা আনোয়ার পারভেজের দল। নেপালের এএনএফএ কমপ্লেক্সের এ্যাস্ট্রোটার্ফে শুরুটাও প্রত্যাশিত হয়েছে লাল-সবুজের দেশের প্রতিনিধিদের। ২০১৫ সালের এই আগস্টেই সিলেটে লাল-সবুজের পতাকা উড়িয়েছিল বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। সেবার দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলার কিশোররা। কিন্তু গত দুই বছরে অনেক কিছুই বদলেছে। সাফের শিরোপা এনে দেয়া কোচ সৈয়দ গোলাম জিলানী এবার নেই। প্রথম বিভাগ ফুটবল ম্যাচ পাতানোর অভিযোগে তাকে দায়িত্ব দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এবার ডাগআউটে আছেন পারভেজ। গত আসরে টুর্নামেন্টের জন্য ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছিল কিশোররা। অথচ এবার এক মাসের সামান্য বেশি সময় প্রস্তুতি নিয়ে নেপালে গেছে ফয়সাল, জিহাদ হোসেনরা। স্বল্প প্রস্তুতিতে সাফের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ ওদের। আগামী ২৫ আগস্ট দুটি সেমিফাইনাল ও ২৭ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের সেমির প্রতিপক্ষ কারা হবে সেটা অবশ্য জানা যায়নি এখনও। এজন্য বুধবার ‘বি’ গ্রুপে নেপাল-ভারত ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশ প্রথম ম্যাচে বড় জয় পেলেও খুব একটা খুশি হতে পারেননি কোচ মোস্তফা আনোয়ার পারভেজ। জাতীয় দলের সাবেক এই উইংব্যাক জানান, আরও গোল পাওয়া উচিত ছিল তাদের। এখন সেমি নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের লক্ষ্য ফাইনালে খেলা।
×