ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বোথামকে ছাড়িয়ে স্টুয়ার্ট ব্রড

প্রকাশিত: ০৬:২৩, ২১ আগস্ট ২০১৭

বোথামকে ছাড়িয়ে স্টুয়ার্ট ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু ইংল্যান্ড কেন, সর্বকালের সেরা অলরাউন্ডারদের হিসেব করতে বসলে ওপরের দিকে থাকবেন ইয়ান বোথাম। টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেট (৩৮৩টি) শিকারের রেকর্ডটি অনেকদিন ধরেই ছিল এই কিংবদন্তি অলরাউন্ডারের দখলে। সেই জায়গা অবশ্য তিনি হারিয়েছিলেন জেমস এ্যান্ডারসনের (এখন ৪৯২টি) কাছে। আর এজবাস্টনে ডে-নাইট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বোথামকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন আরেক তারকা স্টুয়ার্ট ব্রড (৩৮৪টি)। মজার বিষয়, ওই সময় মাঠে বসেই খেলা দেখছিলেন গ্রেট বোথাম। ১৯৭৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ১০২টি টেস্ট খেলে ৩৮৩ উইকেট শিকার করেছিলেন বোথাম। ইংল্যান্ডের তারকা পেসার এ্যান্ডারসন তাকে ছাড়িয়ে গেছেন বেশ কিছুদিন আগেই। ১২৭টি টেস্ট খেলে এ্যান্ডারসনের সংগ্রহ দাঁড়িয়েছে ৪৯২ উইকেট। শীর্ষস্থানটা হারালেও দ্বিতীয় স্থানেই ছিলেন বোথাম। শনিবার ব্রডের কাছে সেই জায়গাটা হারিয়েছেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। এজবাস্টন টেস্ট শুরুর আগে বোথামকে ছাড়িয়ে যেতে ব্রডের প্রয়োজন ছিল মাত্র ৫ উইকেট। দারুণ বোলিং করে ঠিক ৫টি উইকেটই শিকার করেছেন ব্রড। ১০৭টি টেস্ট খেলে ব্রডের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৮৪ উইকেট। আর মাত্র ১৬টি উইকেট পেলেই ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন ব্রড। এদিকে জেমস এ্যান্ডারসনও চলে গেছেন দারুণ এক মাইলফলক স্পর্শ করার দ্বারপ্রান্তে। আর মাত্র ৮টি উইকেট পেলেই টেস্ট ইতিহাসের ষষ্ঠ বোলার হিসেবে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন এই ডানহাতি পেসার। এই উচ্চতায় এখন পর্যন্ত গিয়েছেন শুধু দু’জন পেসারÑ কোর্টনি ওয়ালশ (৫১৯) ও গ্লেন ম্যাকগ্রা (৫৬৩)। আরও কিছুদিন খেলে যেতে পারলে হয়তো এ দু’জনকে ছাড়িয়েও যেতে পারবেন এ্যান্ডারসন। টেস্ট ইতিহাসের সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিক অবশ্য স্পিনার মুত্তিয়া মুরলিধরন। পাশপাশি ইনিংস ও ২০৯ রানের বিশাল জয় পাওয়া এজবাস্টন টেস্টে ২৪৩ রানের ম্যারাথন ইনিং খেলে ইংলিশ-রেকর্ডে নাম লিখিয়েছেন এ্যালিস্টার কুকও। কুকের সৌজন্যে গ্রাহাম গুচের ২৭ বছর (১৯৯০ সাল) পর টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি দেখল ইংল্যান্ড। পাশাপাশি ঘরের মাটিতে ব্যক্তিগত সর্বোচ্চ রান (৫,৯৭৩) সংগ্রহের দিক দিয়েও সাবেক ওই গ্রেটকে (৫,৯১৭) ছাড়িয়ে গেছেন কুক। টেস্টের প্রথম ইনিংসে ইংলিশ ওপেনারদের ডাবল সেঞ্চুরির ষষ্ঠ ঘটনা এটি। এই তালিকায় অন্য পাঁচজনÑ গ্রাহাম গুচ, জিওফ বয়কট, জন এডরিচ, স্যার লিওনার্দো হাটন ও এ্যান্ডি স্যান্ডহাম। কুকের এটি ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি। সমান চারটি করে ডাবল সেঞ্চুরি আছে নেল হাটনের (১৯৩৮-৫৪)। ৭ ডাবল সেঞ্চুরি নিয়ে সবার ওপরে ওয়ালি হ্যামন্ড (১৯২৮-৩৮)।
×