ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আর্সেনালের কালো রাতে হাসি লিভারপুল, ম্যানইউর

প্রকাশিত: ০৬:২২, ২১ আগস্ট ২০১৭

আর্সেনালের কালো রাতে হাসি লিভারপুল, ম্যানইউর

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে সেরা সাফল্যের দল ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ গত অনেকগুলো মৌসুম শিরোপার ধারেকাছেই যেতে পারছে না তারা। তবে এবার নতুন মৌসুমে অন্য চেহারায় দেখা যাচ্ছে রেড ডেভিলসদের। লক্ষ্য একটাই ট্রফি পুনরুদ্ধার। যে লক্ষ্যে দারুণ শুরু করেছে জোশে মরিনহোর দল। টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে তারা। প্রথম ম্যাচে ৪-০ গোলে জয়ের পর শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে জিতেছে ইউনাইটেড। এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক সোয়ানসি সিটিকে হারিয়েছে তারা। ম্যানইউর হয়ে গোল করেন এরিক বেইলি, রোমেলু লুকাকু, পল পোগবা ও এ্যান্থনি মার্শাল। ম্যানইউর মতো জিতেছে লিভারপুল। এ্যানফিল্ডে দ্য রেডসরা ১-০ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। তবে ম্যানইউ ও লিভারপুলের হাসির রাতে কালো রাত গেছে আর্সেনালের। স্টোক সিটির মাঠে ১-০ গোলে হেরে এসেছে গানার্সরা। পরশুর অন্যান্য ম্যাচে ওয়াটফোর্ড ২-০ গোলে বোর্নমাউথকে, ওয়েস্টব্রুমউইচ ১-০ গোলে বার্নলিকে, লিচেস্টার সিটি ২-০ গোলে ব্রাইটনকে ও সাউদাম্পটন ৩-২ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। বর্তমানে দু’টি করে ম্যাচ শেষে পূর্ণ ৬ পয়েন্ট করে ভা-ারে জমা ম্যানইউ ও ওয়েস্টব্রুমের। তবে গোলগড়ে একে ম্যানইউ ও দুইয়ে ওয়েস্টব্রুম। ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে তিন, চার ও পাঁচে ওয়াটফোর্ড, লিভারপুল ও সাউদাম্পটন। ম্যাচের প্রথমার্ধে সোয়ানসি ভালই প্রতিরোধ গড়ে। তবে ৪৫ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। পোগবার সহায়তায় বেইলি ইউনাইটেডের পক্ষে প্রথম গোল করেন। বিরতির পরপরই বামদিক থেকে রাশফোর্ডের আক্রমণ সোয়ানসি গোলরক্ষক আটকে দেন। এরপর সোয়ানসির পক্ষে জর্ডান ও টামি আব্রাহামের দুটি শট ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়া কোন রকমে রক্ষা করেন। ৮০ মিনিটে হেনরিক মাখিয়াটারিয়ানের পাস থেকে লুকাকু ব্যবধান দ্বিগুণ করেন। ৮২ মিনিটে আবারও মাখিটারিয়ানের সহায়তায় পোগবা গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-০। দুই মিনিট পর পোগবার পাস থেকে বদলি খেলোয়াড় মার্শাল দলের পক্ষে চতুর্থ গোলটি করলে বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। অর্থাৎ পাঁচ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে মরিনহোর শিষ্যরা। দারুণ এই জয়ে ১১০ বছরে ইংলিশ প্রিমিয়ার লীগে সবচেয়ে সেরা শুরুর রেকর্ড গড়েছে রেড ডেভিলসরা। চলতি মৌসুমের প্রথম ম্যাচে ওয়েস্টহ্যামকে ৪-০ গোলে হারিয়ে মিশন শুরু করে ম্যানইউ। ১৯০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো মৌসুমের প্রথম দুই ম্যাচে ৪ গোল করার রেকর্ড গড়েছে তারা। ম্যানইউতে যোগ দিয়ে দারুণ খেলে চলেছেন রোমেলু লুকাকু। গত সপ্তাহে ইউনাইটেডের জার্সিতে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকেই গোল করেন তিনি। নিজের দ্বিতীয় ম্যাচেও লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। টানা দুই ম্যাচে গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন লুকাকু। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেকের পর টানা দুই ম্যাচে এর আগে চারজন খেলোয়াড় গোল করার কীর্তি গড়েন। এরা হলেন- জ¬াতান ইব্রাহিমোভিচ, এ্যান্থনি মার্শাল, ফেডেরিকো মাকেডা ও লুইস সাহা। এবার এই অভিজাত ক্লাবে প্রবেশ করেছেন লুকাকু। গত শুক্রবার আসরের উদ্বোধনী ম্যাচে লিচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়েছিল আর্সেনাল। তবে এবার শেষ রক্ষা হয়নি। হারতে হয়েছে স্টোক সিটির কাছে। খেলার ধারার বিপরীতে বিরতির পর ৪৭ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পায়ে অনেকটা এগিয়ে বাঁদিকে সাইডো বেরাহিনোকে পাস দিয়ে ডি বক্সে ঢুকে পড়েন জেশে রড্রিগেজ। ফিরতি বল পেয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এ মৌসুমেই পিএসজি থেকে ধারে আসা স্প্যানিশ এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই গোল ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্টোক। মৌসুমে প্রথম জয় পেয়েছে লিভারপুল। সাডিও মানের একমাত্র গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে জার্গেন ক্লপের দল। নিজেদের প্রথম ম্যাচে ওয়াটফোর্ডের মাঠে ৩-৩ গোলে ড্র করেছিল দ্য রেডসরা। ম্যাচের ৭৩ মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আট গজ দূর থেকে গোলরক্ষককে পরাস্ত করেন সেনেগালের মিডফিল্ডার মানে।
×