ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকে ভোগাতে পারেন অলরাউন্ডার হ্যান্ডসকম্ব

প্রকাশিত: ০৬:১৯, ২১ আগস্ট ২০১৭

বাংলাদেশকে ভোগাতে পারেন অলরাউন্ডার হ্যান্ডসকম্ব

মোঃ মামুন রশীদ ॥ ১১ বছর পেরিয়ে গেছে। এরমধ্যে আর বাংলাদেশের বিরুদ্ধে অস্ট্রেলিয়া কোন টেস্ট খেলেনি। তবে এবার সেই দীর্ঘ বিরতিতে ছেদ পড়তে যাচ্ছে। দুই টেস্টের সিরিজ খেলতে এখন বাংলাদেশে অবস্থান করছে অস্ট্রেলিয়ার টেস্ট দল। এই দলটির দুইজন ছাড়া আর কেউ বাংলাদেশের মাটিতেই খেলেননি। আর টেস্ট খেলারও সুযোগ হয়নি কারও। তবে প্রায় সামঞ্জস্যপূর্ণ কন্ডিশনে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা এ বছরই হয়েছে বেশ কয়েকজন অসি ক্রিকেটারের। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে বাংলাদেশের মোকাবেলা করতে চান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার পিটার হ্যান্ডসকম্ব। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) টি২০ আসরেও খেলেছেন এ বছর। এমনকি অধিনায়ক স্টিভেন স্মিথও বিশেষভাবে এ অলরাউন্ডারের নাম নিয়েছেন। বাংলাদেশ সফরে আসার আগে নিজেদের দেশে ডারউইনে স্পিনিং উইকেটে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছেন অসি ক্রিকেটাররা। সেখানে দারুণ এক শতকও হাঁকিয়েছেন হ্যান্ডসকম্ব। তাই তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশী বোলারদের জন্য বড় রকমের মাথাব্যথার কারণ। এ বছর ফেব্রুয়ারিতে ভারত সফরে চারটি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। দল হারলেও সেই দলটির হয়ে সবগুলো ম্যাচেই খেলেছেন প্রতিশ্রুতিশীল অলরাউন্ডার হ্যান্ডসকম্ব। এছাড়া ওপেনার ম্যাট রেনশ’ দারুণ খেলেছেন সে সময়। এ বিষয়ে হ্যান্ডসকম্ব বলেন, ‘আমরা ভারতে যেভাবে খেলেছি মনে করছি যে প্রায় একই মানসিক স্থিতি নিয়ে নামতে পারব। আশা করছি এভাবে আমাদের খুব ভাল একটা শুরু হবে। অন্য দেশের খেলোয়াড়দের মতো খুব বেশি অভিজ্ঞতা নেই আমাদের উপমহাদেশে। রেনশ’ আর আমি সৌভাগ্যবান যে ভারতে খেলতে পেরেছি। সেটা আমাদের এখানে দুই টেস্ট খেলার ক্ষেত্রে খুব ভাল অবস্থানে রাখবে।’ কিন্তু বাংলাদেশের মাটিতে খেলার অভিজ্ঞতা নেই কিংবা উপমহাদেশের কন্ডিশনেই তেমন একটা খেলা হয়নি বর্তমান অস্ট্রেলিয়া দলটির এ বিষয়টি নিয়ে খুব একটা মাথাব্যথা নেই হ্যান্ডসকম্বর। তিনি বলেন, ‘আমি মনে করি না উপমহাদেশে খুব বেশি ম্যাচ না খেলার বিষয়টি নিয়ে এত দুঃশ্চিন্তার কিছু আছে যে বলগুলো কি আচরণ করবে। আমাদের খোলা মনে নামতে হবে। বল সবকিছুই করে দেবে এমন চিন্তা না করে স্বাধীনচেতা হয়ে খেলতে হবে।’ ভারতের বিরুদ্ধে চারটি টেস্টের আট ইনিংসে অবশ্য আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি হ্যান্ডসকম্ব। অবশ্য এবারের ভারত সফরে পুরো অস্ট্রেলিয়া দলটিই ছিল একেবারে বিপর্যস্ত। তবে রেনশ’ দারুণ খেলেছিলেন। আর হ্যান্ডসকম্ব রাঁচি টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৭২ রানের একটি ইনিংস খেলেন। সেটাই এখন তারদিকে মনোযোগ ফিরিয়েছে সবার। তাছাড়া আইপিএলেও খেলেছেন এবার। তবে বাংলাদেশের মাটিতে এমনকি অধিনায়ক স্মিথও এখন পর্যন্ত খেলেননি। সর্বশেষ ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেই দলটিতে ছিলেন বর্তমান টেস্ট দলের ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েল। বাকি সবাই এবারই প্রথম বাংলাদেশের মাটিতে খেলতে নামবেন। আর পুরো দলটিরই প্রথম অভিজ্ঞতা হবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলার। কিন্তু রৈরী আবহাওয়ার কারণে এখন দুইদিনের প্রস্তুতি ম্যাচটিও না হওয়ার সম্ভাবনাই বেশি। অস্ট্রেলিয়া দলও খেলার প্রতি তেমন আগ্রহী নয়। এ বিষয়ে হ্যান্ডসকম্ব বলেন, ‘আমি মনে করি না প্রথম টেস্টে আমরা জড়োসড়ো হয়ে খেলতে নামব, সেটা অনুশীলন ম্যাচ হোক বা না হোক। আমরা ডারউইনে দারুণ এক প্রস্তুতি নিয়েছি। আমরা সেখানে স্কোয়াডের সবাই মিলে একটা তিনদিনের অনুশীলন ম্যাচ খেলতে পেরেছি। আমার মনে হয় যার যেমন প্রয়োজন ছিল তারা সেটা এখান থেকে পেয়েছে। আমরা নিশ্চিতভাবেই জানি যে পিচ নিয়ে বিসিবি সবকিছুই করবে আমাদের ঠেকাতে। যেমন অনুশীলনই হোক অবশ্যই সবকিছু নির্ভর করছে আবহাওয়ার ওপর। আমি নিশ্চিত ছেলেরা সবাই বেশ ভাল অবস্থায় আছে এবং নামার জন্য প্রস্তুত।’ নিজেদের মাটিতে বাংলাদেশ বড় রকমের চ্যালেঞ্জ সেটাও মানছেন হ্যান্ডসকম্ব। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমরা জানি যে বাংলাদেশ দল নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী হবে। বাংলাদেশ দল যেমন দেয়া হয়েছে আমরা সেটা নিয়ে চলতি সপ্তাহেই একটা টিম মিটিং করব। সেখান থেকে আমরা কিছু পরিকল্পনা তৈরি করে কিভাবে এগোনো যায় সেটা নির্ধারণ করব।’ ডারউইনের প্রস্তুতি ম্যাচে তরুণ স্পিনার জন হল্যান্ড ভয়ঙ্কর বোলিং করেছিলেন। কিন্তু সেই বিপর্যয়ের ম্যাচেও হ্যান্ডসকম্ব সেঞ্চুরি হাঁকিয়েছেন। তাই তিনিই হয়ে উঠতে পারেন বাংলাদেশী বোলারদের জন্য চ্যালেঞ্জ।
×