ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজ্ঞানী চরিত্রে জাহিদ হাসান

প্রকাশিত: ০৬:০৫, ২১ আগস্ট ২০১৭

বিজ্ঞানী চরিত্রে জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার ॥ ঈদের নাটকে এবার ব্যতিক্রমী এক চরিত্রে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নাটকের নাম ‘লাভটোমিটার’। অন্যরকম গল্পের এই নাটকে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। যিনি কিনা ‘লাভটোমিটার’ নামের একটি যন্ত্র অবিষ্কার করেছেন, যেই যন্ত্র মানুষের মনের সত্যিকারের কথা বুঝতে পারে। লাভটোমিটার আবিষ্কারের পর বিজ্ঞানী জাহিদ হাসান বুঝতে শুরু করেন তার আশপাশের মানুষের মনের কথা এবং প্রতিনিয়ত বিস্মিত হতে থাকেন। মানুষের মনের কথা আর মুখের কথায় এত বৈপরীত্য! মন আর মুখে এত এত ফারাক! প্রতি পদে পদে ধাক্কা খেতে থাকেন তিনি। এগিয়ে যায় নাটকের গল্প। পলাশ মাহবুবের রচনা এবং আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘লাভটোমিটার’ নাটকে আরও অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আশরাফুল আশীষ, শহীদুল্লাহ সবুজ, এমিলিসহ আরও অনেকে। নাটকটি প্রচার হবে আরটিভির ঈদ অনুষ্ঠানমালায়।
×