ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিউজিক ভিডিওতে জাতীয় কবিকে শ্রদ্ধা

প্রকাশিত: ০৬:০৫, ২১ আগস্ট ২০১৭

মিউজিক ভিডিওতে জাতীয় কবিকে শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদনে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। নজরুলের ‘নবীন আশা জাগলো যে রে আজ’ গানের ভিডিওতে অংশ নিয়েছেন শিল্পী ফাতেমা তুজ জোহরা, রেবেকা সুলতানা, নওরীন, মুহিনসহ ৪১ শিল্পী। মিউজিক ভিডিওটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন নজরুল সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিক। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার গানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সাদিয়া আফরিন মল্লিক নিজেও ভিডিওটিতে অংশ নিয়েছেন। আগামী ২৭ আগস্ট কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চ্যানেল আইসহ দেশের কয়েকটি চ্যানেলে গানটি প্রচার হবে। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা। এ প্রসঙ্গে সাদিয়া আফরিন মল্লিক বলেন, কাজী নজরুল ইসলাম তো সুর সম্রাট। তার সুরের সেই বিভিন্ন ধারা মানুষের কাছে পৌঁছে দেয়াই আমাদের সবার লক্ষ্য। তার প্রতি শ্রদ্ধা রেখে তার গান সেলিব্রেট করি আমরা। নজরুলের গানের যে একটা জোয়ার ছিল সেই জোয়ারটাও আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। নজরুল ইনস্টিটিউট, ছায়ানট এবং সানিডেল স্কুলের শিক্ষার্থীরাও গানটিতে অংশ নিয়েছে। এই গানটি জেমস অব নজরুলের পঞ্চম প্রযোজনা।
×