ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে বাংলাদেশের চলচ্চিত্র

প্রকাশিত: ০৬:০৪, ২১ আগস্ট ২০১৭

ইংল্যান্ডের প্রেক্ষাগৃহে বাংলাদেশের চলচ্চিত্র

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের চলচ্চিত্র ইংল্যান্ডের কয়েকটি হলে ৩ সেপ্টেম্বর থেকে নিয়মিত মুক্তি পাচ্ছে। বেঙ্গলি ফিল্ম ক্লাব ইউকের উদ্যোগে ইংল্যান্ডের তিন শহরে নিয়মিত প্রদর্শিত হবে এ চলচ্চিত্রগুলো। ছয় মাসের মাথায় এবার প্রবাসী বাঙালীদের জন্য ইংল্যান্ডের তিনটি প্রেক্ষাগৃহে প্রতি সপ্তাহে নতুন নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হবে এ সংগঠন। লন্ডন ফিল্ম ক্লাব ইউকের অন্যতম প্রতিষ্ঠাতা অভিনেতা স্বাধীন খসরু। তিনি বর্তমানে সপরিবারে লন্ডনেই বসবাস করছেন। সেখান থেকেই ভূমিকা রাখছেন দেশীয় চলচ্চিত্রে। তিনি বলেন, আমাদের দেশে বর্তমানে ভাল ভাল চলচ্চিত্র নির্মিত হচ্ছে। দেশে মুক্তিপ্রাপ্ত এসব চলচ্চিত্র প্রবাসী বাঙালীদের দেখানোর সুযোগ করে দিতেই আমাদের এ উদ্যোগ। এখন থেকে প্রতি সপ্তাহে আমরা চলচ্চিত্র রিলিজ দেব। আগামী ৩ ও ৪ এবং ১০ ও ১১ সেপ্টেম্বর ইংল্যান্ডের তিন হলে মুক্তি পাচ্ছে বাউল সম্রাট শাহ আবদুল করিমের জীবনের ওপর মুক্তাদির ইবনে সালাম নির্মিত চলচ্চিত্র ‘রঙের দুনিয়া’। চলচ্চিত্রটি সম্প্রতি দেশে সেন্সর ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে লন্ডনে এক সংবাদ সম্মেলনে স্বাধীন খসরু বলেন, লন্ডন, বার্মিংহাম ও লুটনের তিনটি প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। আগামী ৩ ও ৪ এবং ১০ ও ১১ সেপ্টেম্বর চলচ্চিত্রটি প্রদর্শিত হবে লন্ডনের বলিয়ান সিনেমা হলে। বার্মিংহামের পিকাডেলি সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ৩ ও ৪ সেপ্টেম্বর। অন্যদিকে একই তারিখে লুটনের গ্যালাক্সি হলেও প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। স্বাধীন খসরু জানান, ‘রঙের দুনিয়া’ চলচ্চিত্রটি মুক্তির পরপরই সেখানে মুক্তি পাবে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি।
×