ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’

প্রকাশিত: ০৬:০৪, ২১ আগস্ট ২০১৭

প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’

স্টাফ রিপোর্টার ॥ ফকির লালন সাঁইয়ের ধামে অনুষ্ঠিত সাধুসঙ্গে দীর্ঘ ১৩ বছর যাবত (২০০৪-২০১৭) অংশগ্রহণ মূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’। এই পর্যবেক্ষণ কালে সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। সাধু-ফকিররা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব, সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক প্রহরে পরিবেশিত সঙ্গীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেসব আলাপ ও সঙ্গীতের মালা গেঁথে ছবিঘরের ব্যানারে মঞ্জুরুল হক ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন। পরিচালনার পাশাপাশি তিনি সঙ্গীত পরিচালনা, চিত্রনাট্য ও সম্পাদনাও করেছেন। সেই সঙ্গে প্রদীপ আইচ ও আব্দুল আজিজের সঙ্গে যৌথভাবে চিত্রগ্রহণের কাজও তিনি করেছেন। প্রামাণ্যচিত্রটির নির্বাহী প্রযোজক আয়েশা হক ও সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন। শব্দগ্রহণ করেছেন রবিউল ইসলাম নান্নু। ভাবনগরের বিষয়বস্তু হলো ‘সাধুসঙ্গ’। চব্বিশ ঘণ্টাব্যাপী সাধুসঙ্গ আট প্রহরে বিন্যস্ত। প্রত্যেক প্রহরের আচার, আলোচনা ও সঙ্গীতের আঙ্গিক এবং বিষয়বস্তু ভিন্ন ভিন্ন। যেমন-দৈন্য, গুরু-ভক্ত সম্পর্ক, কাম, প্রেম, রস, রতি, নারী-পুরুষ যুগল সাধনা, গোষ্ঠ লীলা, রাধাকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সংকীর্তন, সমাজ ভাবনা ও যুগল মিলন। ভাবুক, পদকর্তা ফকির লালন সাঁই প্রায় দুইশত বছর আগে বাংলাদেশের কুষ্টিয়া জেলার ছেউড়িয়া গ্রামে দোল পূর্ণিমায় যে সাধুসঙ্গ শুরু করেছিলেন তা আজও প্রতিবছর তাঁর ভক্ত-অনুসারীরা উদযাপন করে আসছেন। ফকির লালন সাঁই তাঁর জগৎ-জীবন নিয়ে যে ভাবনা তা প্রকাশ করেছেন সঙ্গীতের মাধ্যমে এবং সেই সঙ্গীত আনুষ্ঠানিকভাবে পরিবেশিত হয় সাধুসঙ্গে। একইসঙ্গে সাধু-ভক্তদের পারস্পরিক ভাব বিনিময়ের মাধ্যমও এই সাধুসঙ্গ।
×