ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ায় মসজিদে আগুনের ঘটনায় অভিযুক্ত তিন

প্রকাশিত: ০৫:৫৫, ২১ আগস্ট ২০১৭

অস্ট্রেলিয়ায় মসজিদে আগুনের ঘটনায় অভিযুক্ত তিন

গত বছর মেলবোর্নে শিয়াদের একটি মসজিদে আগুন দিয়েছে সন্দেহে তিন ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ এনেছে অস্ট্রেলীয় পুলিশ। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) মাধ্যমে অনুপ্রাণিত হয়ে মুসলিম সম্প্রদায়কে বিভক্ত করার উদ্দেশ্যে তারা এ কাজ করেছে বলে পুলিশের অভিযোগপত্রে বলা হয়েছে। খবর এএফপির। এদের মধ্যে দু’জন গত বছর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহরে বোমা হামলার পরিকল্পনা করছিল সন্দেহে গ্রেফতার হয়ে এখন বিচারের অপেক্ষায় আছে। ২৫ ও ২৭ বছর বয়সী ওই দু’জন গত বছরের বড়দিনে মেলবোর্নে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে সন্দেহ পুলিশের। অপরজন ২৯ বছর বয়সী মেলবোর্নের এক বাসিন্দাকে শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে। এই তিন যুবক সুন্নি মতাবলম্বী বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত মেলবোর্নের যুবককে রবিবার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে; বাকি দু’জনকে সোমবার হাজির করা হবে বলে জানা গেছে।
×